তাওহিদ হৃদয়ের শাস্তি ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান পরিবর্তন এবার রীতিমতো বিতর্কের ঝড় তুলেছে। আজ তৃতীয়বারের মতো তার বহিষ্কারাদেশে পরিবর্তন এনেছে বিসিবি। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, হৃদয়ের বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে। ফলে চলতি মৌসুমে তিনি মোহামেডানের হয়ে বাকি ম্যাচগুলো খেলতে পারবেন।
এই সিদ্ধান্ত এসেছে তামিম ইকবালের নেতৃত্বে খেলোয়াড়দের বিসিবি সভাপতির সঙ্গে আলোচনার পর। যদিও আগের রাতে টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত দিয়েছিল-হৃদয়কে চলতি মৌসুমেই এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে। কিন্তু খেলোয়াড়দের চাপেই আজ বদলে গেল সেই সিদ্ধান্ত।
ঘটনার সূত্রপাত হয় ম্যাচ রেফারির দেওয়া দুই ম্যাচের শাস্তি নিয়ে। এরপর বিসিবির আম্পায়ার্স বিভাগ সেই শাস্তি কমিয়ে দেয়, যা নিয়ে ক্ষুব্ধ হন এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং পদত্যাগ করেন। বিসিবির অভ্যন্তরীণ সিদ্ধান্তের স্বচ্ছতা এবং ম্যাচ অফিসিয়ালদের কর্তৃত্ব নিয়ে এখন জোর প্রশ্ন উঠছে।
তামিম ইকবাল সরাসরি বলেছেন, ‘একজন খেলোয়াড়কে আপনি খেলতে দিয়েছেন, পরে তাকে আবার নিষিদ্ধ করছেন-এটা কীভাবে হয়? এটা হাস্যকর।’
বিশ্লেষকদের মতে, এ ধরনের সিদ্ধান্ত কেবল প্রশাসনিক দুর্বলতাই নয়, ক্রিকেটের নীতিগত প্রশ্নও তোলে। এটি ভবিষ্যতে আরও জটিলতা তৈরি করতে পারে দেশের ঘরোয়া ক্রিকেটে।
Discussion about this post