আগের দিনই নিশ্চিত হয়েছিল মুস্তাফিজুর রহমান থাকছেন না সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। ঠিক তাই হয়েছে। তাকে ছাড়াই গড়া হয়েছে একাদশ। কিন্তু এবার দুর্ভাগ্য, টস ভাগ্য সঙ্গেই থাকছে না। জিম্বাবুয়ে সফরে টস হেরেই চলেছে বাংলাদেশ দল। টি-টুয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টস ভাগ্য ছিল জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনের পক্ষে। ওয়ানডেতে টানা দুই ম্যাচ টসে হাসল রেজিস চাকাভার মুখ।
সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের মতো টস হেরে প্রথমে ব্যাট করছে টাইগাররা। এই ম্যাচে দলে তিনটি পরিবর্তন। ইনজুরিতে ছিটকে গেছেন ফর্মে থাকা ওপেনার লিটন দাস। নেই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। বাদ অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
লিটনের জায়গায় নাজমুল হোসেন শান্ত ফিরেছেন একাদশে। মোসাদ্দেকের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেট পাওয়া স্পিনার তাইজুল ইসলাম। চোট কাটিয়ে উঠা পেসার মাহমুদুল হাসান ফিরেছেন।
এদিকে হারারের রোববারের ওয়ানডেতে জিম্বাবুয়ে দলে পাঁচটি পরিবর্তন। ফিরেছেন টাডিওনাশে মারুমানি, টাকুডজোয়ানাশে কাইটানো ও টানাকা চিভাঙ্গা। অভিষেক হচ্ছে টনি মুনিয়োঙ্গা ও ব্রাড ইভান্সের। দলে নেই নেই তারিসাই মুসাকান্দা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা (অধিনায়ক), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, লুক জঙ্গুয়ে, ভিক্টর নিয়াউচি, টাডিওনাশে মারুমানি, টাকুডজোয়ানাশে কাইটানো, টানাকা চিভাঙ্গা, টনি মুনিয়োঙ্গা, ব্র্যাড ইভান্স।
Discussion about this post