শেষ পর্যন্ত শাস্তি পেতেই হল মোহাম্মদ ইরফানকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ক্রিকেটে নিষিদ্ধ হলেন পাকিস্তানের এই পেসার। মঙ্গলবার তার ওপর এই নিষেধাজ্ঞা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা এক বার্তায় জানায়, ‘পিসিবির দুর্নীতি দমন নীতিমালার আওতায় তদন্ত সাপেক্ষে সাময়িকভাবে নিষিদ্ধ করা হল ইরফানকে।’
পাকিস্তানের হয়ে ৪টি টেস্ট খেলেছেন ইরফান। ৬০ ওয়ানডে আর ২০ আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে তার।
পিএসএলে স্পট ফিক্সিংয়ে ইসলামাবাদ ইউনাইটেডের দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফও অভিযুক্ত।তাদের দুবাই থেকে দেশে ফেরত পাঠায় পিসিবি। এ দুজনকে সাময়িক নির্বাসনে পাঠঅনো হয়েছে।
গত সোমবার সত্যটাই পিসিবি ট্রাইব্যুনালের সামনে বলেছেন ইরফান। জানান, গত ছয় মাসে বেশ কয়েকবার বাজিকরদের কাছ থেকে তিনি স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। সেই তথ্য গোপন করার খেসারত দিতে হচ্ছে তাকে। কারণ নিয়ম অনুযায়ী দ্রুত সেই তথ্য বোর্ডকে জানাতে হয়।
তবে তিনি আত্মপক্ষ সমর্থন করলেন। পেস বোলার ইরফান জানান গত সেপ্টেম্বরে তাঁর বাবা মারা যান। এ বছরের জানুয়ারিতে না ফেরার দেশে চলে গেছেন তাঁর মা। এ কারণে ঠিক সময়ে সব তথ্য জানাতে পারেন নি তিনি।
Discussion about this post