ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার লিগ টেলিভিশনের পর্দায় দেখতে না পারার আক্ষেপ অনেক দিনের। এবার ক্রিকেটপ্রেমীদের সেই অপেক্ষা শেষ হতে পারে। দেশের একমাত্র পূর্ণাঙ্গ খেলঅর চ্যানেল টি-স্পোর্টস এগিয়ে এসেছে। এবার ঘরোয়া মৌসুমের জাতীয় ক্রিকেট লিগ, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ গুলোও দেখাতে চায় তারা। এর আগে গত বছর বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ সম্প্রচার করেছে চ্যানেলটি।
টি-স্পোর্টসের শীর্ষ কর্মকর্তা ইশতিয়াক সাদিক গণমাধ্যমে জানান, ‘আমরা জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সম্প্রচার করতে প্রস্তুত। এ অবস্থায় বিসিবির এগিয়ে আসার অপেক্ষায় রয়েছি।’
এনিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন বলেন, ‘দেখুন, ঘরোয়া ক্রিকেট সম্প্রচার হোক সেটা আমরাও চাই, কিন্তু এ জন্য অবশ্যই আমাদের প্রক্রিয়ার মাধ্যমেই যেতে হবে। এ জন্য নিয়ম মেনে টেন্ডার আহ্বান করবো আমরা। আগ্রহী যারা সঠিক নিয়ম মেনে দরপত্র অনুসারেই সম্প্রচারের দায়িত্ব পাবেন।’
বিনেয়োগে লাভ-ক্ষতি এখনই ভাবছে না টি স্পোর্টস কর্তৃপক্ষ। ইশতিয়াক সাদিক বলেন, ‘লাভ বা ক্ষতির কথা বিবেচনা করছি না আমরা। আমরা মনে করি দেশীয় খেলাকে এগিয়ে নিতে পাশে থাকতে পারাটাই আমাদের জন্য বড় বিষয়। সেখান থেকে দেশের ক্রিকেটে আমরা অবশ্যই গুরুত্ব দিচ্ছি। ঘরোয়া সব ক্রিকেটই টিভি সম্প্রচার করতে প্রস্তুত আছি আমরা।’
জানা গেছে আসছে, ২২ মে থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৬ মে। হাতে সময় কম থাকায় ঢাকা লিগের খেলা হবে টি-টুয়েন্টি ফরম্যাটে।
Discussion about this post