ফের প্রাণ ফিরছে ঘরোয়া ক্রিকেটে। আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের এবারের আসর। এই আসরকে সামনে রেখে শনিবার মিরপুরের শেরেবাংলায় হয়ে গেলো ট্রফি উন্মোচন। সেখানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার লিগে ১২ দলের ১২ ক্রিকেটার।
যেখানে ট্রফি সামনে নিয়ে পোজ দিলেন-তৌফিক খান তুষার (সিটি ক্লাব), জুনায়েদ সিদ্দিকী (ঢাকা লিওপার্ড), নাঈম শেখ (আবাহনী), শেখ মাহেদি (প্রাইম ব্যাংক), মুক্তার আলী (লিজেন্ডস অব রূপগঞ্জ), সাইফ হাসান (শেখ জামাল), মার্শাল আইয়ুব (অগ্রনী ব্যাংক), এনামুল হক জুনিয়রর (মোহামেডান), মিজানুর রহমান (ব্রাদার্স ইউনিয়ন), অমিত হাসান (শাইন পুকুর), আকবর আলী (গাজী গ্রুপ) ও নাঈম ইসলাম (রূপগঞ্জ টাইগার্স)।
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে সিসিডিএম। প্রথম তিন রাউন্ডে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি বিকেএসপি আর ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। আসরের প্রথম দিনই মাঠে নামবে সাবেক চ্যাম্পিয়ন লিজেন্ডস অব রূপগঞ্জ।
এদিকে ডিপিএলের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করা হয়। আগামী ১৫ মার্চ শুরু হবে খেলা। প্রথম দিনে মাঠে নামবে শেখ জামাল, ঢাকা লিওপার্ডস, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ও সিটি ক্লাব। তৃতীয় রাউন্ডের প্রথম দিন পর্যন্ত ফতুল্লাকে ব্যবহার করা হবে। তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে বিকেএসপিতে আয়োজন করা হবে দুই ম্যাচ।
আগামী ২২ মার্চ লড়বে দুই জায়ান্ট আবাহনী-মোহামেডান লড়াই। ম্যাচটি হজবে ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
Discussion about this post