বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে মুজিববর্ষ কনসার্ট করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আয়োজনে ভারতের নামী সুরকার-গায়ক এ আর রহমান ছিলেন মূল আকর্ষণ। করোনাভাইরাসের কারণে বিসিবি স্থগিত করে সেই কনসার্ট। এ অবস্থায় করোনা কমায় মার্চের শেষ সপ্তাহে মিরপুর স্টেডিয়ামে সেই কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এর প্রভাব পড়ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। লিগের পরবর্তী চার রাউন্ডের সূচিতে ভেন্যু তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মিরপুরের শেরেবাংলাকে। বিকেএসপির-৩ এবং বিকেএসপির -৪ নম্বর ভেন্যুর সঙ্গে ভেন্যু তালিকায় যুক্ত হলো মোহাম্মদপুরের ইউল্যাব বিশ্ববিদ্যালয় মাঠ।
১১ দলের এই টুর্নামেন্ট এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে দুই রাউন্ড। এবার দেখে নিন ষষ্ঠ রাউন্ড অব্দি সূচি।
ডিপিএলের তৃতীয় থেকে ষষ্ঠ রাউন্ডের সূচি-
তৃতীয় রাউন্ড
২১ মার্চ ২০২২
আবাহনী লিমিটেড বনাম সিটি ক্লাব, বিকেএসপি – ৩
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ, বিকেএসপি – ৪
গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, ইউল্যাব
২২ মার্চ ২০২২
শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপি – ৩
মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন, বিকেএসপি – ৪
চতুর্থ রাউন্ড
২৪ মার্চ ২০২২
আবাহনী লিমিটেড বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ, বিকেএসপি – ৩
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, বিকেএসপি – ৪
২৫ মার্চ ২০২২
গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপি – ৩
শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন, উইল্যাব
সিটি ক্লাব বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, বিকেএসপি – ৪
পঞ্চম রাউন্ড
২৭ মার্চ ২০২২
আবাহনী লিমিটেড বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, বিকেএসপি – ৩
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপি – ৪
২৮ মার্চ ২০২২
গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম ব্রাদার্স ইউনিয়ন, বিকেএসপি – ৩
শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, উইল্যাব
লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, বিকেএসপি – ৪
ষষ্ঠ রাউন্ড
৩০ মার্চ ২০২২
আবাহনী লিমিটেড বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উইল্যাব
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন, বিকেএসপি – ৪
গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, বিকেএসপি – ৩
৩১ মার্চ ২০২২
লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম সিটি ক্লাব, বিকেএসপি – ৪
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, বিকেএসপি – ৩
Discussion about this post