সিলেটের পর শেষ হল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকার প্রথম পর্বও শেষ। এবার ২০ ওভারের এই উত্তেজনার ক্রিকেট চট্টগ্রামে। বন্দরনগরীতে জমবে লড়াই। তার আগে দাপট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। পয়েন্ট তালিকায় শীর্ষে তারাই। তবে সমানতালেই লড়ছে তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।
সিলেট পর্বে ৮টি ম্যাচ ও ঢাকা পর্বে ১৬টি ম্যাচে অনুষ্ঠিত হয়েছে। মোট ২৪ ম্যাচ শেষে কার অবস্থান কেমন চলুন দেখে নেই একনজরে।
দল | ম্যাচ | জয় | হার | টাই/পরিত্যক্ত | পয়েন্ট |
কুমিল্লা ভিক্টোরিয়ানস | ৬ | ৫ | ১ | ০/০ | ১০ |
ঢাকা ডায়নামাইটস | ৮ | ৪ | ৩ | ০/১ | ৯ |
খুলনা টাইটানস | ৭ | ৪ | ২ | ০/১ | ৯ |
সিলেট সিক্সার্স | ৮ | ৩ | ৪ | ০/১ | ৭ |
রংপুর রাইডার্স | ৬ | ৩ | ৩ | ০/০ | ৬ |
রাজশাহী কিংস | ৭ | ২ | ৫ | ০/০ | ৪ |
চিটাগং ভাইকিংস | ৬ | ১ | ৪ | ০/১ | ৩ |
Discussion about this post