ঢাকা টেস্টের আগে রীতিমতো দুঃসংবাদ! ২৮ অক্টোবর মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হওয়া টেস্টে খেলতে নাও দেখা যেতে পারে সাব্বির রহমান রুম্মনকে। চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত খেলা এই অলরাউন্ডার অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে তার ব্যাপারে।
সিরিজের প্রথম টেস্টে দারুণ ব্যাট হাতে দারুণ পারফর্ম করার পর সিরিজ বাঁচানোর শেষ টেস্ট ম্যাচে সাব্বির রহমানের খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়!
জানা গেছে প্রথম টেস্ট শুরুর আগ মুহূর্ত থেকে পেটে ব্যথা অনুভব করছেন সাব্বির। প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে নামলেও মুক্তি মিলেনি। এখনো পেটের ব্যাথা থেকে গেছে তার!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ রায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জানিয়েছেন ঢাকায় সাব্বিরকে ফের পরীক্ষা করানো হবে। প্রয়োজনে করানো হবে এন্ডোসকপি হবে সাব্বিরের।
এ কারণেই ঢাকা টেস্টের দলে রাখা হয়েছে মোসাদ্দেক হোসেনকে। এছাড়া দ্বিতীয় ও শেষ টেস্টের দলে আছেন নতুন মুখ পেস বোলার শুভাশিষ রায়। ৫১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৮.২৭ গড়ে ১৩৬ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী এই পেসার।
ঢাকা টেস্টের দল-
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, ও শুভাশিষ রায়।
Discussion about this post