ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডেতে আকাশ ছোঁয়া সাফল্যের পর টেস্টে যেন মাটিতে নেমে এসেছে বাংলাদেশ দল। কিছুই করা হলো না। দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। সঙ্গতভাবেই সিরিজসেরা হয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজেরই এক ক্রিকেটার। কপাল পুঁড়ল সিরিজে ভাল করা বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে চারদিন দাপট থাকলেও শেষে এসে হতাশ করে দল। আবার ঢাকায় জয়ের কাছে এসে দল হার মানে ১৭ রানে। বল হাতে চমক দেখিয়ে এখানে সেরা দীর্ঘদেহী অফস্পিনার রাহকিম কর্নওয়াল। প্রথম ইনিংসে ৪ আর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন ১৪০ কেজি ওজনের এই বোলার।
সিরিজসেরা উইন্ডিজেরই এনক্রুমাহ বোনার। মিরপুরে প্রথম ইনিংসে ৯০ আর দ্বিতীয় ইনিংসে ৩৮ রান করেন তিনি। সবমিলিয়ে সিরিজে ২৩১ রান করে সিরিজসেরা এই ব্যাটসম্যান।
অথচ মেহেদি হাসান মিরাজ পেতে পারতেন এই ট্রফি। দুই টেস্টে ব্যাট হাতে করেন ১৯৮ রান। বল হাতে নেন ১০ উইকেট। চট্টগ্রাম টেস্টে দলের বিপদে আট নম্বরে নেমে করেন দেখার মতো এক সেঞ্চুরি (১০৩)। দুই ইনিংসে ৪টি করে ৮টি উইকেট নেনন মিরাজ। ঢাকায় নিয়েছেন ২ উইকেট। আর দুই ইনিংসে করেন ৫৭ এবং ৩১ রান। কিন্তু দল হারায় তিনিও হতে পারলেন না সেরা।
Discussion about this post