বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলায় শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীরঙ্কার মধ্যকার দুই টেস্ট সিরিজের ২য় ও শেষটি। ম্যাচের টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার ১ম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ২২২ রানে। এরপর দিন শেষে রান ৪ উইকেটে ৫৬ রান।
এখনো স্বাগতিকরা পিছিয়ে ১৬৬ রানে। লিটন দাস ২৪ ও মেহেদী হাসান মিরাজ ৫ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর-
টস: শ্রীলঙ্কা
ভেন্যু: মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৫.৩ ওভারে ২২২/১০ (মেন্ডিস ৬৮, করুনারত্নে ৩, ধনঞ্জয়া ১৯, গুনাথিলাকা ১৩, চান্দিমাল ০, রোশেন ৫৬, ডিকভেলা ১, পেরেরা ৩১, দনঞ্জয়া ২০, হেরাথ ২, লাকমল ৪*; মিরাজ ০/৫৪, রাজ্জাক ৪/৬৩, তাইজুল ৪/৮৩, মুস্তাফিজ ২/১৭)।
বাংলাদেশ ১ম ইনিংস: ২২ ওভারে ৫৬/৪ (তামিম ৪, ইমরুল ১৯, মুমিনুল ০, মুশফিক ১, লিটন ২৪*, মিরাজ ৫*; লাকমল ২/১৫, পেরেরা ১/২৫, দনঞ্জয়া ০/৪, হেরাথ ০/১১)।
Discussion about this post