ঢাকায় চলে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট গ্রেগ বার্কলে। রাজধানী শহরে পা দিয়েই রোববার শুরু হয়ে গেছে তার ব্যস্ততা। দুপুর ১টা ৫ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকেই র্পর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামে চলে যান বিশ্ব ক্রিকেট সংস্থার প্রধান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে দুই দিনের সফরে এসেছেন বার্কলে। এই সময়ে ব্যস্ততায় কাটবে তার। দুই দিনের ব্যস্ত কর্মসূচির মধ্যে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বার্কলে। সোমবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটিতে মাঠে নামছে বাংলাদেশ।
মিরুপরের শেরেবাংলায় এখন পর্যন্ত ২৩টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। যেখানে সফরকারী দল দল জিতেছে ১৩ বার, বাংলাদেশ ৬টিতে। ড্র হয়েছে ৩ বার আর ১টি ম্যাচ বাতিল হয়েছে।
বার্কলের ঢাকা সফরের কর্মসূচি নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেলেন, ‘আমাদের কিছু ক্রিকেট অবকাঠামো দেখবেন। শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিদর্শনের কথা আছে তার। উনি ওখানে যাবেন, কিছু আলাপ-আলোচনা হবে।’
বার্কলের সৌজন্যে ডিনার পার্টির আয়োজন করছে বিসিবি। সন্ধ্যায় হবে এই আয়োজন। এরপরের দিন বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের প্রথম ঘণ্টা মাঠে বসে দেখবেন। ঢাকা থেকে ২৪ মে কলকাতা যাবেন বার্কলে। আইপিএলের প্লে অফ ও ফাইনাল দেখবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসানও সঙ্গী হতে পারেন তার।
২০২০ সালে আইসিসির সভাপতি পদ থেকে ভারতের শশাঙ্ক মনোহর দায়িত্ব ছাড়তেই সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের হনন। তারপরই আইসিসির সভাপতি পদে নির্বাচিত হন নিউজিল্যান্ডের বার্কলে।
Discussion about this post