প্রথম রাউন্ডে দল পাননি তিনি। বিস্মিত হয়েছিলেন অনেকেই। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল অধিনায়ক দল পাবেন না তা কী করে হয়! ক্যাটাগরি ‘এ’ তে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। তবে স্বস্তির খবর- ড্রাফট থেকেই দল পেলেন তিনি। তিনি ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলে খেলবেন ঢাকার হয়ে। একই দলে আছেন আরও দুই বড় তারকা তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
যদিও প্রথম রাউন্ডে মাশরাফি দল পাননি। এরপর দ্বিতীয় রাউন্ডের প্রথম ডাকে তাকে নেয় বিসিবির অধীনে থাকা দলটি। প্রথম রাউন্ডে তামিম ইকবালকে টেনেছিল তারা। ড্রাফটের আগেই মাহমুদউল্লাহ রিয়াদ হয়েছিলেন এই দলের সঙ্গী। সঙ্গে যোগ হলেন মাশরাফি। নিশ্চিত করেই শক্তিশালী দল গড়ল ঢাকা।
মাশরাফি, তামিম, মাহমুদউল্লাহ, তিনজনই এবারের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির পারিশ্রমিক ৭০ লাখ টাকা।
এই দলটিতে আরও আছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। অবশ্য ড্রাফটের ২৪ ঘণ্টা আগে বদলে যায় ঢাকার মালিকানা। গ্যারান্টি মানি না দিতে পারায় রুপা ও মার্নকে বাদ দিয়ে নিজেরাই মালিকানা নিয়েছে বিসিবি।
প্রথম চার রাউন্ড শেষে ড্রাফটে দল পেলেন যারা:
কুমিল্লা – লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভির ইসলাম।
ঢাকা – তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরি।
সিলেট- মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু।
খুলনা-শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি চৌধুরি।
চট্টগ্রাম- শরিফুল ইসলাম, আফিফ হোসেন, শামীম হোসেন, মুকিদুল ইসলাম।
বরিশাল – নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি।
ড্রাফটের আগে দল চূড়ান্ত যাদের:
খুলনা: মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকসে।
বরিশাল: সাকিব আল হাসান, ক্রিস গেইল, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা।
চট্টগ্রাম: নাসুম আহমেদ, কেনার লুইস, বেনি হাওয়েল।
কুমিল্লা: মুস্তাফিজুর রহমান।
ঢাকা: মাহমুদউল্লাহ, নাজিবউল্লাহ জাদরান, ইসুরু উদানা, কাইস আহমেদ।
সিলেট: তাসকিন আহমেদ, দিনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন আলেক্সজান্ডার।
Discussion about this post