ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সফরসূচি চূড়ান্ত। জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যেখানে কোয়ারেন্টাইনে তেমন জটিলতায় পড়তে হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটন দলের। তবে লড়াই শুরুর আগে ঢাকায় তিনবার করোনাভাইরাস পরীক্ষার মুখোমুখি হতে হবে ক্যারিবিয়ান ক্রিকেট দলকে।
করোনার সময়ে স্বাগতিক ও সফরকারী দলকে মাঠে নামতে হচ্ছে জৈব-সুরক্ষা বলয়ে। তার অংশ হিসেবেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সদস্যদের তিনবার করোনা পরীক্ষা করাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্বাস্থ্য ও কোভিড নিরাপত্তায় বিসিবির এই পরিকল্পনায় সম্মতি দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। জেসন হোল্ডারের দল পরীক্ষা দিতে প্রস্তুত।
সোমবার গণমাধ্যমকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘কোভিড প্রোটোকল তাদের জানিয়েছি আমরা । তারা সেটাতে সম্মতি দিয়েছে। আসার পর আমরা প্রথম দিন, তৃতীয় দিন আর ৬ষ্ঠ কিংবা সপ্তম দিন করোনা টেস্ট করার চেষ্টা করবো।’
শ্রীলঙ্কা সফর নিয়ে কিছুদিন আগেই তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। কোয়ারেন্টাইন নিয়ে সমাধানে আসতে পারেনি দুই বোর্ড। কারণ কোয়ারেন্টাইন নিয়ে ছাড় দেয়নি শ্রীলঙ্কা। তবে ওয়েস্ট ইন্ডিজকে তেমন করে কোনো বাধা দিচ্ছে না বিসিবি। বাংলাদেশে এসে অনুশীলন করতে পারছে উইন্ডিজ দল।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘দেখুন, তৃতীয় দিন থেকে ওরা অনুশীলন শুরু করতে পারবে। কিন্তু তৃতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত অভ্যন্তরীণ অনুশীলন হবে। বাইরের কোন সাপোর্ট স্টাফ ছাড়া ওরা নিজেরা নিজেদের মত করে করবে। প্র্যাকটিস ভেন্যু ব্যবহার করতে পারবে ওয়েস্ট ইন্ডিজ টিম। তবে এই ভেন্যু ব্যবহারে কোয়ারেন্টিনের তৃতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত ভেন্যুতে এসে তারা নিজেদের মত করে প্র্যাকটিস করতে পারবে।’ বলে দেবাশীষ।
সব মিলিয়ে ক্যারিবীয় দলের জন্য প্রস্তুত হয়েই আছে বিসিবি।
Discussion about this post