ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের ব্যস্ততা শুরু হয়ে গেছে ক্রিকেটারদের। এরইমধ্যে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়ে গেছে অনুশীলন। সামনেই জিম্বাবুয়ের সঙ্গে দেশের মাঠে ওয়ানডে ও টেস্ট সিরিজ। মঙ্গলবার ঢাকায় চলে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এমিরেটসের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে দল। রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে উঠেছে সফরকারী দল
সফরে জিম্বাবুয়ে তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট ম্যাচ খেলবে। ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে চট্টগ্রামে, ২৪ ও ২৬ অক্টোবর।
এর আগে এ বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ে দল ঢাকায় এসেছিল। তখন তারা খেলেচে তিনজাতি ওয়ানডে ক্রিকেটে সিরিজে। এবার দ্বিপাক্ষিক সিরিজ।
আসল লড়াইয়ের আগে ১৯ অক্টোবর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। অনুশীলন ম্যাচের ভেন্যু বিকেএসপি।
সিরিজের প্রথম টেস্ট ৩ নভেম্বর থেকে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের সপ্তম টেস্ট ভেন্যু এই মাঠের অভিষেক হবে এবার। আর সিরিজের দ্বিতীয় আর শেষ টেস্ট ম্যাচ মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, ১১ নভেম্বর থেকে।
জিম্বাবুয়ে ওয়ানডে দল
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মায়ার, ক্রেইগ অরভিন, ব্রেন্ডন টেইর, সিন উইলিয়ামস, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ডোনাল্ড ত্রিপানো, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নিয়াম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই চাতারা ও চেপাস জুহুওয়া।
Discussion about this post