শুরুতে এক সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। জিম্বাবুয়ে সফরে তার কাজে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পথ ধরেই চুক্তির মেয়াদ বাড়ল অ্যাশওয়েল প্রিন্সের। সেই মেয়াদ বাড়ার পর প্রথমবারের মতো ঢাকায় এসেছেন বাংলাদেশের ব্যাটিং কোচ। এসেছেন ফিল্ডিং কোচ রায়ান কুকও।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে একদিন আগে আসলেন মুশফিকদের দুই কোচ। বাংলাদেশে পা দিয়েই করোনা পরীক্ষার মুখোমুখি হতে হয়। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই ২৪ আগস্ট থেকে দলের অনুশীলনে যোগ দেবেনপ্রিন্স ও কুক।
এর আগে সরাসরি জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন এই সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার প্রিন্স। সেই সিরিজ শেষে তার চুক্তির মেয়াদ বাড়ল এক বছর। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকছেন তিনি।
এদিকে বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ এখন ছুটিতে। নিজ দেশ শ্রীলঙ্কায় রয়েছেন তিনি। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ঢাকায় আসবেন হেরাথও। ২৩ আগস্ট ঢাকায় আসার কথা এই স্পিন কিংবদন্তির।
আগামী ২৪ আগস্ট ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম টি-টুয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
Discussion about this post