মঙ্গলবার দুপুরেই বাংলাদেশে পা রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। স্বাগতিকদের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলার আগেই দুঃসংবাদ। বাংলাদেশে এসে করোনা পজিটিভ হয়েছেন ব্যাটসম্যান ফিন অ্যালেন। তিনি অবশ্য চারদিন আগেই পা রেখেছেন রাজধানীতে। হোম কোয়ারেন্টাইনে ছিলেন পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেই হোটেলবন্দি জীবন যখন শেষ হবে তখনই পেলেন এই খবর।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্রিকেট নিউজিল্যান্ড। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে সরাসরি ঢাকায় আসেন অ্যালেন। দুই ডোজ ভ্যাকসিন নিয়ে ঢাকায় পা রেখেও বিপদে পড়লেন। অবশ্য বাংলাদেশে এসে ৪৮ ঘণ্টা আগেও সব পরীক্ষায় উতরে গিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার জানা গেল তিনি করোনা আক্রান্ত।
এখন ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল দলের পর্যবেক্ষণে রয়েছেন অ্যালেন। কিউই মেডিকেল স্টাফদেরও পরামর্শ নিচ্ছেন তিনি। নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত আলাদাই থাকবেন অ্যালেন।
নিউজিল্যান্ড দলের ম্যানেজার মিক সান্ডলে এই খবর দিয়ে বলেন, ‘এটা তার জন্য অনেক দুর্ভাগ্যের। এখন ভালো আছে ও। আশা করছি দ্রুতই সুস্থ হয়ে যাবে। আর যত দ্রুত সম্ভব করোনা নেগেটিভ হবে।’
নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কিউই ক্রিকেটারদের বহনকারী বিমান। বাণিজ্যিক ফ্লাইটে আসায় সফরকারীদের জন্য রানওয়ে থেকে বাসের ব্যবস্থা ছিল না।
তবে বিমান থেকে নেমেই সরাসরি বেরিয়ে বাসে ওঠেন দলটির ক্রিকেটার কর্মকর্তারা। তাদের জন্য বিশেষ ইমিগ্রেশনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম চার দিন আগেই পা রেখেছেন রাজধানী ঢাকায়। তিনদিন হোটেলে কোয়ারেন্টাইন করবে কিউই ক্রিকেটাররা। রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনদিনের কোয়ারেন্টাইন করবে সফরকারীরা।
মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে তাদের ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি আগামী ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। বিকেল ৪টায় শুরু হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল-
টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।
Discussion about this post