ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা পূনরুদ্ধারের মিশনে দারুণ সূচনা হল ঢাকা ডায়নামাইটসের। রাজশাহী কিংসের রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে অনায়াস জয় পেল সাকিব আল হাসানের দল। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ৮৩ রানে জয় তুলে নিয়েছে ঢাকা।
হোম অব ক্রিকেটে ১৯০ রানের টার্গেটে খেলতে নামে রাজশাহী। কিন্তু আটকে যায় মাত্র ১০৬ রানে।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে জাজাই ও সুনিল নারাইন উড়ন্ত সূচনা এনে দেন ঢাকাকে। ১০.৪ ওভারে তারা তুলেন ১১৬ রান। হজরতউল্লাহ জাজাই ছিলৈন দারুণ ছন্দে। ইনিংসের প্রথম ওভারে মেহেদী হাসান মিরাজকে ছক্কা দিয়ে শুরু। সেই গতি ধরে রাখেন দলের এই আফগান ক্রিকেটার। ২২ বলে করেন ৫০ রান। আর ৪১ বলে খেলা তার ৭৮ রান তুলে থামেন তিনি। নারাইন ৩৮।
এরপর অবশ্য ২০ রানের মধ্যে ৫ উইকেট হারায় ঢাকা। তখনই শুভাগত হোম চৌধুরী ষষ্ঠ উইকেটে আন্দ্রে রাসেলের সঙ্গে ২৮ বলে গড়েন ৫৩ রানের জুটি। শুভাগত ১৪ বলে ৩৮ রান। রাসেল তুলেন ১৯ বলে ২১। আরাফাত সানি ২ উইকেট নেন।
জবাব দিতে নেমে কিছুই করা হয়নি রাজশাহীর। সবাই আসা-যাওয়ার খেলায় মেতেছিলেন। দশম উইকেটে সানি ও মুস্তাফিজুর রহমান ২৬ রান না করলে একশর আগেই শেষ হতো তারা। পেসার রুবেল ৩ উইকেট শিকার করেন ৭ রানে। ২ উইকেট নেন মোহর শেখ।
সংক্ষিপ্ত স্কোর:-
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৮৯/৫ (জাজাই ৭৮, নারাইন ৩৮, পোলার্ড ৩, সাকিব ২, রাসেল ২১*, সোহান ১, শুভাগত ৩৮*; মিরাজ ১/৩৮, মুস্তাফিজ ০/২৭, আলাউদ্দিন ০/৫৩, কায়েস ১/২৯, হাফিজ ১/১৫, সানি ২/২৩)
রাজশাহী কিংস: ১৮.২ ওভারে ১০৬ (হাফিজ ২৯, মুমিনুল ৮, সৌম্য ৪, ইভান্স ১০, জাকির ২, ইয়ঙ্কার ১, মিরাজ ১, আলাউদ্দিন ৭, কায়েস ৯, সানি ১৮, মুস্তাফিজ ১১*; রাসেল ১/১২, মোহর ২/২৪, সাকিব ১/১১, রুবেল ৩/৭, নারাইন ০/১৪, শুভাগত ১/১৬, পোলার্ড ১/২২)
ফল: ঢাকা ডায়নামাইটস ৮৩ রানে জয়ী
ম্যাচসেরা: হজরতউল্লাহ জাজাই
Discussion about this post