ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগেই আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট থেকে প্রতম সুযোগেই মুশফিকুর রহিমকে টেনে নেয় বেক্সিমকো ঢাকা। তারকা এ ক্রিকেটারকে পাওয়ায় দারুণ দলটি। এদিকে মুশফিকও জানিয়েছেন, রাজধানীর দলটির প্রতিনিধিত্ব করতে পেরে উচ্ছ্বোসিত।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের প্লেয়ার্স ড্রাফট। সেখানে ‘এ’ ক্যাটাগরি থেকে প্রথম খেলোয়াড় নেয়ার সুযোগ পায় ঢাকা। অনেকেই আশা করেছিলেন দলটি হয়তো নেবে সাকিব আল হাসানকে। কিন্তু সবাইকে চমকে দিয়ে দলেটি টেনে নেয় মুশফিককে। মূলত ঢাকার পরিকল্পনা ছিল মুশফিককে ঘিরেই। মুশফিক নিজেও ঢাকাকে প্রতিনিধিত্ব করতে পেরে রোমাঞ্চিত। নিজের ফেসবুক পাতায় সেই উচ্ছ্বাসের কথা প্রকাশ করলেন উইকেটকিপার এই ব্যাটসম্যান।
ঢাকার হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বোসিত মুশি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঢাকাকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি রোমাঞ্চিত। যে আস্থা ও বিশ্বাস ম্যানেজমেন্ট আমার ওপর রেখেছে, সেটির প্রতিদান দিতে ও মাঠে নামতে মুখিয়ে আছি আমি।’
সম্প্রতি ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন মুশফিক। গেল বিসিবি প্রেসিডেন্টস কাপে এ তারকা সর্বোচ্চ রান করে সেরা ব্যাটসম্যানের পুরস্কার পান। সে ধারাবাহিকতা আসন্ন টি-টোয়েন্টি লিগেও ধরতে রাখতে চান মুশি। এজন্য তৈরি তিনি।
বেক্সিমকো ঢাকা :
মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।
Discussion about this post