ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দল পাওয়া নিয়ে দারুণ শঙ্কায় ছিলেন তিনি। ড্রাফটে শেষ দিকে এসে তাকে টেনে নেয় ঢাকা প্লাটুন। তবে মাশরাফি বিন মর্তুজাকে যোগ্য সম্মান দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা প্লাটুনের অধিনায়ক হলেন তিনি। অনেকদিন ধরেই প্রতিযোগিতা ক্রিকেট থেকে বাইরে রয়েছেন মাশরাফি।
বিপিএল দিয়ে ফের চেনা পরিবেশে ফেরার অপেক্ষায় তিনি। এজন্য গত দুই দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমিতে অনুশীলন করছেন এ পেসার।
বিপিএলে নেতৃত্ব দিয়ে চারটি শিরোপা পেয়েছেন মাশরাফি। এ কারণে তার ওপরই আস্থা রাখল ঢাকা প্লাটুন। ঢাকা গ্ল্যাডিয়েটরসকে ২০১২ ও ২০১৩ সালে, কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ২০১৫ সালে এবং রংপুর রাইডার্সকে ২০১৭ সালে শিরোপা জিতিয়েছিলেন মাশরাফি।
এবারের বিপিএল শুরু হবে ১১ ডিসেম্বর। তার আগে উদ্বোধন ৮ ডিসেম্বর।এ অবস্থায় দলগত অনুশীলন এখনও শুরু হয়নি তবে নিজেদের উদ্যোগে ক্রিকেটাররা ফিরেছেন মাঠে। সবগুলো দলের মধ্যে ঢাকা প্লাটুনের ব্যস্ততা সবথেকে বেশি। কোচ সালাহউদ্দিন কাজ শুরু করেছেন দলের তিন ক্রিকেটারদের নিয়ে।
রোববার তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজার সঙ্গে অনুশীলনে যোগ দিলেন এনামুল হক বিজয়।
Discussion about this post