নাটকীয় কিছু হচ্ছে না সেটা আগেই ঠিক হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিন শেষে শুক্রবার দুই দলেরই এক ইনিংস করে বাকি থাকায় শেষ পর্যন্ত ড্র হল দুই দিনের প্রস্তুতি ম্যাচ। অবশ্য দিনেশ চান্দিমাল সেঞ্চুরি করতে পারবেন কীনা সেটাই ছিল দেখার। যদিও শ্রীলঙ্কা প্রেসিডেন্ট দলের অধিনায়ক ডাবল থেকে ১০ রান দূরে থেকে আউট। তবে প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে বাংলাদেশ দল।
মোরাতুয়ায় ব্যাট-বল দুটোতেই বেশ ভাল প্রস্তুতি হয়ে গেল টাইগারদের। আগের দিন ১ম ইনিংসে ৭ উইকেটে ৩৯১ রান করে দিন শেষ করে বাংলাদেশ। শুক্রবার নিজেরা না নেমে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা। তারা দিন শেষে তুলে ৭ উইকেট হারিয়ে ৪০৩ রান।
১৯০ রান করে নট আউট চান্দিমাল। ২৫৩ বল মোকাবেলা করে ২১টি চার ও ৭টি ছক্কায় এই রান করেন তিনি। ৫০ রান অাসে চামিরা কারুনারাত্নের ব্যাটে।
বাংলাদেশের হয়ে ৪১ রানে ৩টি উইকেট নেন তাসকিন আহমেদ।লাল বলে ২৮ রানে ২টি উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান। সৌম্য ও মিরাজ নেন একটি করে উইকেট।
এর আগের দিন লঙ্কায় দ্বীপে তামিম ইকবালের সেঞ্চুরি, মুমিনুল হক ও লিটন কুমার দাসের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৯১ রান তুলে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৯১/৭ ডিক্লেয়ার্ড
শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ: ৯০ ওভারে ৪০৩/৭ (চন্দ্রগুপ্তা ২০, চান্দিমাল ১৯০*, সিলভা ৩৮, বুদ্দিকা ৩২, ফ্রান্সিসকো ২৭, হাসারাঙ্গা ৩২, করুনারত্নে ৫০*; মুস্তাফিজ ২/২৮, তাসকিন ৩/৪১, শুভাশীষ ০/৪৪, মিরাজ ১/৬৮, তাইজুল ০/৭৯, সাকিব ০/৪৯, সৌম্য ১/৫৩, মাহমুদউল্লাহ ০/২৫, মুমিনুল ০/১৩)
ফল: দুই দিনের ম্যাচ ড্র
Discussion about this post