শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট নিস্প্রান ড্র হল। কিন্তু ফতুল্লায় এই ম্যাচেও ফলোঅনে পড়ল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে অলআউটকরতে রোববার শেষদিনে মাত্র ৩০ ওভার পেয়েছিল ভারত। ১৫ ওভার পর ড্র মেনে নেয় দল।
এর আগে ২০০৭ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র করেছিল টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ১ম ইনিংসে ৪৬২/৬ ডিক্লে.(বিজয় ১৫০, ধাওয়ান ১৭৩, রোহিত ৬, কোহলি ১৪, রাহানে ৯৮, ঋদ্ধিমান ৬, অশ্বিন ২*, হরভজন ৭*; সাকিব ৪/১০৫, জুবায়ের ২/১১৩)
বাংলাদেশ: ১ম ইনিংসে ২৫৬/১০ (তামিম ১৯, ইমরুল ৭২, মুমিনুল ৩০, মুশফিক ২, সাকিব ৯, সৌম্য ৩৭, লিটন ৪৪, শুভাগত ৯, তাইজুল ১৬*, শহীদ ৬, জুবায়ের ০; অশ্বিন ৫/৮৭, হরভজন ৩/৬৪) ও ২য় ইনিংসে: ২৩/০ (তামিম ১৬*, ইমরুল ৭*)
##################
ফতুল্লা টেস্টের আরো একটা দিন, সেই একই গল্প। বৃষ্টির দাপট! চতুর্থ দিনও নেমে এলো অঝোর ধারার বৃষ্টি। কখনো মেঘ-রোদের লুকোচুরি! তাইতো পথ অনেকটা পরিস্কার-ড্র হতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের একমাত্র এই টেস্ট।
বৃষ্টির উৎপাতে শনিবার খেলা হল মাত্র। ৩০.১ ওভার। আর টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের ১ম ইনিংসে রান ৩ উইকেট হারিয়ে ১১৩। ৫৯ রানে অপরাজিত ইমরুল কায়েস। ইনফর্ম মমিনুল হক করেন ৩০। ২ রানে ফিরে যান অধিনায়ক মুশফিক।
এদিন তামিম ইকবাল টপকে যান হাবিবুল বাশারকে। তিনিই এখন টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রান সংগ্রাহক। অবশ্য এমন এক দিনে ইনিংসটাকে স্মরনীয় করে রাখা হল না। মাত্র ১৯ রান করে রবিচন্দন অশ্বিনের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফিরেন তামিম। এরপর বৃষ্টির সেই ধারাবাহিকতাটাও ছিল!
এর আগে ৬ উইকেট হারিয়ে ৪৬২ রান তুলে ১ম ইনিংস ঘোষণা করে সফরকারী ভারত।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংসে : ১০৩.৩ ওভারে ৪৬২/৬, ডিক্লে. (বিজয় ১৫০, ধাওয়ান ১৭৩, রোহিত ৬, কোহলি ১৪, রাহানে ৯৮, ঋদ্ধিমান ৬, অশ্বিন ২*, হরভজন ৭*; সাকিব ৪/১০৫, জুবায়ের ২/১১৩)
বাংলাদেশ ১ম ইনিংসে: ১১১/৩ (৪র্থদিন শেষে)
##############################
ব্যাটসম্যানদের দাপট এবং বৃষ্টির বাধা..
বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না ফতুল্লা টেস্টের। তৃতীয় দিনেরো বড় অংশ গেল বৃষ্টির দখলে। ব্যাট-বলের লড়াই জমে উঠার উঠতে না উঠতেই আকাশ চুঁইয়ে জল গড়িয়ে পড়ছে! আর তাতেই শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৪৬২ রান।
রবিচন্দ্রন অশ্বিন ২ ও ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা হরভজন সিং ৭ রানে ব্যাট করছেন।
ছুটির দিনে বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। মুরালি বিজয় আর শিখর ধাওয়ান উদ্বোধনী জুটিতে করেন ২৮৩ রান। ১৭৩ রানে সাজঘর মুখী হন ধাওয়ান। কম যাননি বিজয়ও। তার ব্যাটে ১৫০। সেঞ্চুরি থেকে ২ রান দুরে থেকে বিদান নেন আজিঙ্কা রাহানে।
দিনটা ভারতীয় ব্যাটসম্যানদের পাশাপাশি ছিল সাকিব আল হাসানেরও। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে দেশের মাটিতে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন এই স্পিনার।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংসে : ১০৩.৩ ওভারে ৪৬২/৬ (বিজয় ১৫০, ধাওয়ান ১৭৩, রোহিত ৬, কোহলি ১৪, রাহানে ৯৮, ঋদ্ধিমান ৬, অশ্বিন ২*, হরভজন ৭*; সাকিব ৪/১০৫, জুবায়ের ২/১১৩)
Discussion about this post