গল টেস্টে এখন ড্রয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। কোনরকমে ৯০ ওভার আটকে দিলেই ড্র। হাতে আছে ১০ উইকেট। তবে শেষ দিনে এসে সেই স্বপ্নপূরণের পথটা কঠিনই। তার আগে শুক্রবার টেস্টের চতুর্থ দিনের বিকেলটা হঠাৎই অন্ধকার হয়ে উঠে। আলো স্বল্পতায় দিনের খেলা ১১ ওভার আগেই শেষ করে দেন আম্পায়ার।
তার আগে একঝলক ওয়ানডে স্টাইল দেখা গেল সৌম্য সরকারের ব্যাটে। ৪৭ বলে অপরাজিত ৫৩ রান করলেন তিনি। ১ম ইনিংসেও ফিফটি আসে তার ব্যাটে। তামিম ইকবাল আছেন ১৩ রানে। আর তাতেই কোনো উইকেট না হারিয়ে ৬৭ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। জিততে টাইগারদের এখনো চাই ৩৯০ রান। সন্দেহ নেই ৯০ ওভারে সেটা মিমণ ইমপসিবল। তবে দিনটা আটকে দেয়ার একটা লক্ষ্য নিশ্চয়ই থাকবে মুশফিকুর রহীমদের।
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে পাওয়া ১৮৩ রানের লিড নিয়েই এগিয়ে যায়। এরপর ২য় ইনিংসেও সফল। সব মিলিয়ে ৪৫৬ রানের টার্গেট দেয় সফরকারীদের। উপুল থারাঙ্গার ১১৫ ও দিনেশ চান্দিমালের অপরাজিত ৫০ রান করেন। ২য় ইনিংসে ৬ উইকেটে ২৭৪ রানে ইনিংস ঘোষণা করেন রঙ্গনা হেরাথ।
মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান নেন ২টি করে উইকেট। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নিয়েছেন ১টি করে উইকেট।
জিততে হলে রেকর্ডই গড়তে হবে বাংলাদেশকে। টেস্টে এখন পর্যন্ত চতুর্থ ইনিংসে ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। সেই দুঃসাহস দেখাতে পারবে কি বাংলাদেশ?
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৯৪/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১২/১০
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ২৭৪/৬ ডিক্লেয়ার্ড
বাংলাদেশ ২য় ইনিংস: ১৫ ওভারে ৬৭/০ (তামিম ১৩*, সৌম্য ৫৩*; লাকমল ০/৮, পেরেরা ০/২৪, হেরাথ ০/৩২, গুনারত্নে ০/৩)
Discussion about this post