নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলেন তাসকিন আহমেদ। কাজ করেছেন অনেক কোচের সঙ্গে। এবার দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডের ক্লাসেও যোগ দিলেন তিনি। যিনি এখন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ। নতুন কোচের কাজে মুগ্ধ মুগ্ধ তাসকিন।
প্রোটিয়াদের পেস সহায়ক উইকেটে ডোনাল্ডের সঙ্গে কাজ করে তাসকিন বলছিলেন, ‘মৌলিক ব্যাপারগুলো তো বলছেনই, সঙ্গে ভিন্ন ভেন্যুর ভিন্ন আচরণ বোঝানোর চেষ্টা করেছেন। আজ আমরা ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুশীলন করলাম। বললেন, এটা অনেক হাই স্কোরিং গ্রাউন্ড। এখানে কেমন বোলিং করলে ভালো হয়- এগুলো নিয়েই আলাপ হয়েছে। কৌশল অনুযায়ী ব্যাটারদের বল করতে হবে, নতুন বলে একরকম, মাঝখানের ওভারগুলোয় আরেকরকম, ডেথ ওভারে আরেকটু ভিন্নতা যুক্ত করতে হবে। এই মাঠে হাই স্কোরিং ম্যাচ হয়। মিক্সআপ বোলিং করতে হবে। ভালো লেগেছে অবশ্যই। আজ তো প্রথম দিন। এক দিনে তো কিছু বুঝা যায় না। তাও ভালো লেগেছে।’
পাঁচ দিনের জন্য হিটিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং অলরাউন্ডার অ্যালবি মরকেল। আগে থেকেই টাইগারদের সঙ্গে আছেন রাসেল ডমিঙ্গো। তিনজন দক্ষিণ আফ্রিকান কোচ। এটাতে খুশি তাসকিন। বলছিলেন, ‘দলের পরিবেশ ভালো। সবাই চেষ্টা করছে। আশাবাদী, সহজ হবে না, তবে এভাবে সুন্দর প্রক্রিয়ায় থাকলে ভালো কিছু হবে। এক দিনে তো আর সব কিছু নিতে পারব না। সব তো বলে দিলে হবে না, মাঠে নিজেদের কাজে লাগানোর বিষয় আছে। তিনি যে ধারণা দিচ্ছেন সে অনুযায়ী আমরা অনুশীলন করছি।’
এদিকে ডোনাল্ডে মুগ্ধ বাংলাদেশের আরেক পেসার শরিফুল ইসলামও। তিনি বলছিলেন, ‘সকালের নাস্তার সময় চিনতে পেরেছে, কথা হয়েছে। যখন মাঠে এসেছি, অনুশীলনে উনি আমার রিস্ট পজিশন নিয়ে কাজ করেছেন। চেষ্টা করেছি, হয়তো কিছু দিনের মধ্যে ঠিক হযে যাবে। আশা করি ভালো কিছু নিতে পারব ওনার কাছ থেকে।’
দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে এই ম্যাচ তিনটি। তারপরই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ। আগামী ৩১ মার্চ শুরু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৮ এপ্রিল।
Discussion about this post