গোটা দেশ জুড়েই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ! সেই আঁচ লেগেছে বাংলাদেশ ক্রিকেট দলেও। গত কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন জাতীয় দলের পেসার হাসান মাহমুদ। পাঁচ-ছয় দিন ধরেই জ্বর। এ অবস্থায় জ্বরে কিছুটা কমলেও শারীরিক দুর্বলতা আছে। এ কারণেই একদিন আগেই হাসানের শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়েছে। সোমবার রিপোর্টে জানা গেল-দুঃসংবাদ! ডেঙ্গু পজিটিভ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদ।
প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কম। মঙ্গলবার রক্ত পরীক্ষা করানোর কথা থাকলেও কিছুটা সুস্থ বোধ করায় করানো হয়নি। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন জাতীয় দলের এই ক্রিকেটার।
এমনিতে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরের শেরেবাংলায় ৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন। তার আগে রক্ত ও চক্ষু পরীক্ষা চলছে ক্রিকেটারদের। ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপও চলছে। প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। ৩ আগস্ট হওয়ার কথা ক্রিকেটারদের ফিটনেস টেস্ট।
অসুস্থ থাকায় ক্যাম্পে নেই হাসান মাহমুদ। তিনি সুস্থ হয়েই অনুশীলনে যোগ দেবেন। এখন বিশ্রামেই থাকতে হচ্ছে তাকে।
Discussion about this post