অবশেষে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। সব ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর ঢাকায় পা রাখবে প্রতিবেশী দেশটির ক্রিকেটাররা। দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল। বছরের শেষের দিকে ডিসেম্বরে ১ বাংলদেশ সফরে আসার ঘোষণা দিয়েছে ভারত।
সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় পর্বের দুটি টেস্ট ম্যাচ রয়েছে।
ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। তারপর প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ঢাকার মিরপুরে।
এই সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, ‘সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশ-ভারত ম্যাচ আমাদের কিছু দারুণ প্রতিযোগিতা উপহার দিয়েছে এবং দু’জন দেশের ভক্তরা আরেকটি স্মরণীয় সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সূচি নিশ্চিত করতে বিসিবির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ধন্যবাদ জানাই। আমরা ভারতীয় দলকে বাংলাদেশে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’
ভারতীয় দল যখন পা রাখবে তখন বিশ্বকাপ ফুটবল নিয়েও থাকবে উত্তেজনা। আবার বাংলাদেশ দল টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে বিশ্রামের খুব একটা সময়ও পাচ্ছে না।
ভারত-বাংলাদেশ ম্যাচের সূচি
তারিখ সময়সূচি ভেন্যু
০৪ ডিসেম্বর ২০২২ ১ম ওয়ানডে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
৭ ডিসেম্বর ২০২২ ২য় ওয়ানডে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
১০ ডিসেম্বর ২০২২ ৩য় ওয়ানডে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
১৪-১৮ ডিসেম্বর ২০২২ ১ম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২২-২৬ ডিসেম্বর ২০২২ ২য় টেস্ট শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
Discussion about this post