ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার মিরপুর ও বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
মোহামেডান-রূপগঞ্জ
মোহামেডান: ২০ ওভারে ১১৩/৯ (মাহমুদুল ০, পারভেজ ১০, শামসুর ৫, সাকিব ০, নাদিফ ০, ইরফান ৯, শুভাগত ৫২, আবু হায়দার ১৫, ইয়াসিন ৬, আবু জায়েদ ৮*, আসিফ ৫*; সোহাগ ৪-২-৮-২, শহিদ ৪-০-২১-২, নাঈম ২-০-৬-২, সানজামুল ২-০-১৩-০, নাবিল ৩-০-২৪-০, অনিক ৩-০-২৯-২, মুক্তার ২-০-১২-১)।
রূপগঞ্জ: ১৮.১ ওভারে ১১৭/১ (পিনাক ৫১*, মারুফ ৪১, সাব্বির ১৪*; সাকিব ৩.১-০-১৭-০, শুভাগত ৩-০-১৭-০, আবু জায়েদ ২-০-২০-০, ইয়াসিন ২-০-১৩-০, আবু হায়দার ১-০-১১-০, আসিফ ৪-০-২১-০, মাহমুদুল ৩-০-১১-১)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সোহাগ গাজী।
……………………………..
পারটেক্স স্পোর্টিং ক্লাব-শেখ জামাল ধানমণ্ডি ক্লাব
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ১৯.৩ ওভারে ১০৪ (আলভি ২০, সায়েম ৬, তাসামুল ৬, জহুরুল ১৯, ধীমান ১৯, নিহাদ ১, রাজিবুল ৬, মেহরাব ১২, জয়নুল ৯*, জুবাইর ১, শাহাদাত ০; সোহরাওয়ার্দী ৩-০-১৭-০, নাসির ১-০-৫-১, সানি ৪-০-১৭-২, ইবাদত ৪-০-৩১-১, সালাউদ্দিন ৩.৩-০-১৬-৫, জিয়া ৪-০-১৮-১)
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ১৭.২ ওভারে ১০৫/৪ (সৈকত ৪, আশরাফুল ১৭, নাসির ২২, সোহান ৩০, সানি ২৭*, তানবীর ১*; জয়নুল ৩.২-০-২৬-২, শাহাদাত ২-০-১৬-০, রাজিবুল ৩-১-৭-১, মেহরাব ২-০-৬-১, নিহাদ ৩-০-২০-০, জুবায়ের ১-০-১২-০, তাসামুল ৩-০-১৭-০)
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সালাউদ্দিন সাকিল
…………………………………..
ওল্ড ডিওএইচএস-গাজী গ্রুপ
ওল্ড ডিওএইচএস: ২০ ওভারে ১৩৬/৭ (আনিসুল ১, রাকিন ৮, মাহমুদুল ৮৫*, মোহাইমিনুল ৮, রায়ান ০, রকিবুল ইসলাম ১, প্রিতম ১১, রকিবুল হাসান ০, আলিস ১৫*; নাসুম ৪-০-১০-২, তারেক ৪-০-৩২-১, মুকিদুল ৪-০-২৭-১, মেহেদি ৪-০-৩৭-০, মুমিনুল ২-০-১৮-১, মাহমুদউল্লাহ ২-০-১২-১)।
গাজী গ্রুপ: ১৯.১ ওভারে ১৩৮/৪ (মেহেদি ২২, সৌম্য ৩৭, মুমিনুল ২৭, মাহমুদউল্লাহ ১৯, ইয়াসির ২৪*, জাকির ০*; হামিদুর ২-০-২০-১, মোহাইমিনুল ৪-০-৩২-০, আলিস ৪-০-১৮-১, পায়েল ২.১-০-৩৩-০, রকিবুল ৪-০-২১-০, রায়ান ৩-০-১৪-০)।
ফল : গাজী গ্রুপ ক্রিকেটার্স ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মাহমুদুল হাসান জয়।
……………………………………..
প্রাইম ব্যাংক-প্রাইম দোলেশ্বর
প্রাইম ব্যাংক: ২০ ওভারে ১৫১/৭ (তামিম ৮, রনি ০, এনামুল ২৯, মিঠুন ৫৫, আরাফাত সানি জুনি. ৫, নাহিদুল ২০, অলক ২৬, নাঈম ১*; এনামুল জুনি. ৪-০-১৭-১, শামীম ৩-০-৩৩-১, তাইবুর ২-০-২১-১, রেজাউর ৪-০-৩৮-১, কামরুল রাব্বি ৪-১-২২-২, ফরহাদ ৩-০-১৯-০)।
প্রাইম দোলেশ্বর: ২০ ওভারে ১৪৮/৯ (ইমরান ০, সাইফ ১৩, মার্শাল ২২, ফজলে মাহমুদ ২৪, শরিফউল্লাহ ১৯, শামীম ১, ফরহাদ ১৩, রেজাউর ৮, তাইবুর ৩, কামরুল রাব্বি ৩৮*, এনামুল জুনি. ০*; মুস্তাফিজ ৪-০-২৫-৩, রুবেল ৪-০-৪৬-২, শরিফুল ৪-০-১৫-২, নাঈম ৩-০-১৯-১, অলক ৪-০-৩০-১, নাহিদুর ১-০-৭-০)।
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৩ রানে জয়ী।
ম্যাচসেরা: মোহাম্মদ মিঠুন।
………………………………….
আবাহনী ক্রীড়া চক্র-শাইনপুকুর ক্রিকেট ক্লাব
আবাহনী ক্রীড়া চক্র: ২০ ওভারে ১৮৩/৫ (নাঈম ৭০, আফিফ ৫৪, শান্ত ১৮, সাইফ ১৪, স্বাধীন ১২*, মোসাদ্দেক ১, তানজিম ০*; মোহর ৩-০-২৭-১, রবি ৪-০-৩৭-০, জুবায়ের ৩-০-২৫-০, ইফতেখার ২-০-২০-০, সাব্বির ৪-০-৫১-০, তানভির ৪-০-২৩-৪)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: (১৭ ওভারে লক্ষ্য ১৪৯) ১৭ ওভারে ১২৩/৫ (তানজিদ ২৯, রহমত ০, রবি ২২, হৃদয় ৩৬, মাহিদুল ৩১*, সাব্বির ২; সাইফ ৩-০-১২-৩, তানজিম ২-০-৮-০, শহিদুল ১-০-১০-০, মোসাদ্দেক ২-০-১১-১, সানি ৩-০-৩১-০, স্বাধীন ২-০-২৩-১, আমিনুল ৪-০-২৭-০)
ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে আবাহনী ২৫ রানে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ নাঈম শেখ
………………………………….
ব্রাদার্স ইউনিয়ন-খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
ব্রাদার্স ইউনিয়ন: ২০ ওভারে ১৩৪/৫ (মিজানুর ৬৬, জুনায়েদ ১৯, মাইশুকুর ০, কাইয়ুম ৩, রাহাতুল ২৪, আলাউদ্দিন ১৪*, সুজন ০*; টিপু ৪-০-২৩-০, মিরাজ ৪-০-২৪-০, খালেদ ৪-০-৩৭-২, ইফরান ৪-০-২৮-০, মাসুম ১-০-৭-০, রিশাদ ৩-০-১৪-২)
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ১৬.২ ওভারে ১০৯/৩ (ইমতিয়াজ ৫, রাফসান ০, মিরাজ ৪০*, জহুরুল ২৬, ফরহাদ ৩৬*; সাকলাইন ৪-০-২৬-১, নাঈম জুনিয়র ৩-০-২৩-০, রাহাতুল ৪-০-১৭-১, কাইয়ুম ৩-০-২৪-০, আলাউদ্দিন ২-০-১০-০, সুজন ০.২-০-৭-০)
ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ রানে জয়ী খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
ম্যাচসেরা: মিজানুর রহমান।
Discussion about this post