ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে গেল মার্চের মাঝামাঝি থেকে স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট (ডিপিএল)। তবে রোববার সরকারি ছুটি শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয় চালু হওয়ায় এ টুর্নামেন্ট নিয়ে আশার আলো জ্বলে উঠেছে। তবে দেশের প্রধান ও জনপ্রিয় ক্রিকেট এ লিগ দ্রুত শুরুর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিসিবি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবার বেশ জমজমাটপূর্ণভাবে শুরু হয়েছিল ডিপিএল। কিন্তু মাত্র এক রাউন্ড পরই লিস্ট ‘এ’ ক্রিকেটের এবারের আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। লিগ পুনরায় শুরুর ব্যাপারে ডিপিএলের ক্লাবগুলোর অভিভাবক, দ্য ক্রিকেট কমিটি অব ঢাকা মহানগরী (সিসিডিএম)স্পষ্ট জানিয়েছে, সরকারের সিদ্ধান্তের ওপরই পুনরায় ডিপিএল শুরু নির্ভর করছে। এর আগে সরকারের সিদ্ধান্তে দেশের সকল ক্রীড়া কার্যক্রম বন্ধ করা হয়েছিল। এ ব্যাপারে সিসিডিএম সদস্য সচিব সেক্রেটারি আলি হোসেন বলেন, ‘সরকার সাধারণ ছুটি উঠিয়ে নিয়েছে ও সীমিত আকারে সরকারি-বেসরকারী অফিস খোলার সিদ্বান্ত নিয়েছে। কিন্তু ক্রীড়া ইভেন্ট নিয়ে এখনো কোন সিদ্ধান্ত দেয়নি।’
তিনি আরো বলেন, ‘সরকার এ বিষয়ে কোন সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পুনরায় ডিপিএল শুরুর কোন সম্ভাবনা নেই। এ বিষয়ে মন্ত্রনালয়ের একটা সিদ্ধান্ত দেয়া উচিত।’
আলি হোসেনের কথার সূত্র ধরেই ক্লাবগুলো সহজে ডিপিএল শুরুর আশা দেখছে না। এ বিষয়ে ক্লাব কর্মকর্তারা বলছেন, আবারো লিগ শুরুর অন্তত ১০ দিন আগে অনুশীলনের জন্য সিসিডিএমের ক্লাবগুলোকে সুযোগ দেয়া উচিত।
Discussion about this post