করোনা শঙ্কার মধ্যেই গত ৩১ মে শুরু হয় ঢাকা প্রিমিয়ার লিগ। এই লড়াইয়ে গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে ১৭ জুন। ১২ দলের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে প্রতিটি দল ১১টি করে ম্যাচ খেলবে। এরমদ্যে মঙ্গলবার দশম ও একাদশ রাউন্ডের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত হবে দশম ও একাদশ রাউন্ডের খেলা। তিন ভেন্যুত মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে একদিনে অনুষ্ঠিত হবে ৬টি করে ম্যাচ। সকালের ম্যাচ গুলো শুরু সকাল ৯টায় ও দুপুরের ম্যাচ দেড়টায়।
এই রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৬ দল নিয়ে শুরু হবে সুপার লিগ পর্ব। তারপরই শীর্ষ দল পাবে চ্যাম্পিয়ন ট্রফি।
দশম ও একাদশ রাউন্ডের সূচি-
১৬ জুন, সকাল ৯টায়
প্রাইম ব্যাংক বনাম ব্রাদার্স ইউনিয়ন (মিরপুর)
শেখ জামাল বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব (বিকেএসপি – ৩)
মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি (বিকেএসপি – ৪)
১৬ জুন, দুপুর দেড়টায়
আবাহনী লিমিটেড বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (মিরপুর)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি – ৩)
লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব (বিকেএসপি – ৪)
১৭ জুন, সকাল ৯টায়
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম খেলাঘর সমাজ কল্যাণ সমিতি (মিরপুর)
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব (বিকেএসপি – ৩)
শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন (বিকেএসপি – ৪)
১৭ জুন, দুপুর দেড়টায়
আবাহনী লিমিটেড বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ (মিরপুর)
মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি – ৩)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব (বিকেএসপি – ৪)
Discussion about this post