রোজার ঈদের ছুটি শেষে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেটাঙ্গন। ১ মে, সোমবার শুরু হয়ে যাচ্ছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। প্রথম রাউন্ড শেষে সেরা ৬টি দল নিয়ে ১ মে থেকে শুরু এবার সুপার লিগ। মানে শিরোপার লড়াই! রেলিগেশন লিগও শুরু হচ্ছে সোমবার।
সুপার লিগের প্রথম দিনই ৬টি দল মাঠে নামবে। চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। একদিনে তিনটি করে ম্যাচ, বৈরি আবহাওয়ার কারণে খেলা অনুষ্ঠিত না হলে আছে রিজার্ভ ডে। প্রতিটি ম্যাচের পর থাকছে একদিন বিশ্রাম।
এবারের ডিপিএলে সুপার লিগের ৬ দল- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এরমধ্যে এগিয়ে। ১১ ম্যাচে ১০টিতেই জয়। তারাই শীর্ষে। এরপরই আছে আবাহনী লিমিটেড।
প্রথম রাউন্ডে একমাত্র শেখ জামালের বিপক্ষে ছাড়া প্রতি ম্যাচেই জিতেছে ধানমন্ডির এই ক্লাব। সমান পয়েন্ট ও রান রেটে এগিয়ে থেকেও দ্বিতীয় স্থানে তারা।
এরপরই আছে গতবারের রানার্স আপ লিজেন্ডস অব রূপগঞ্জ। কিংবদন্তি মাশরাফি মুর্তজার দল প্রথম পর্বে ১১ ম্যাচে ৮ জয়ে তিন নম্বরে। সেরা হতেই মুখিয়ে দলটি। ছন্দে আছেন খোদ অধিনায়ক মাশরাফি। লড়ছেন সাব্বির রহমানও। দারুণ ছন্দে অলরাউন্ডার চিরগি জানি। সব মিলিয়ে শিরোপা ফিরে পেতে মরিয়া মাশরাফির দল।
এছাড়া লড়াইয়ে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের বিপক্ষে সোমবার লড়াই লিজেন্ডস অব রূপগঞ্জের। প্রথম রাউন্ডে ১১ ম্যাচে ৭ জয়ে তাদের অবস্থান চতুর্থ স্থানে প্রাইম ব্যাংকের। তারপরই মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১১ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম স্থানে। তারপর গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১১ ম্যাচে ৫ জয়ে তাদের অবস্থান ৬ নম্বরে।
১ মে, ২০২৩-এ সুপার লিগের ম্যাচ
লিজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম ব্যাংক, বিকেএসপি ৩
শেখ জামাল-গাজী গ্রুপ, ফতুল্লা
আবাহনী-মোহামেডান, মিরপুর
Discussion about this post