রহস্যময় কারণে তিনি বাংলাদেশ জাতীয় দলের বাইরে। মাঠে নৈপুন্য দেখালেও নির্বাচকদের নজর কাড়তে পারেন নি নাসির হোসেন। মাঝে ইংল্যান্ড সিরিজে একটা ম্যাচে সুযোগ পেলেও পরে আউট। কিছুতেই কর্তাদের মন জয় করা হচ্ছে না। তবে বসে নেই ব্যাটে হাতে ঠিকই জবাব দিয়ে যাচ্ছেন তিনি। আগের দিন নাসির করেছিলেন অপরাজিত ১০৬ রান। বৃহস্পতিবার ডাবল সেঞ্চুরি করে ফেললেন উপেক্ষার শিকার এই ক্রিকেটার।
এ মাসে শেষ হওয়া বিপিএলে ১৪ ম্যাচে ১৯৫ রান করেন নাসির। সর্বোচ্চ রান করেন ৩৪। বল হাতে নেন ৯ উইকেট। তারপরও তাকে রাখা হয়নি নিউজিল্যান্ড সফরের দলে। তবে জাতীয় দলের সতীর্থরা যখন কিউইদের সঙ্গে পেরে উঠছেন না, যখন তার অভাবটা চোখে পড়ছে, তখনই ঝড়! বুঝিয়ে দিলেন তাকে দলের বাইরে রাখাটা রীতিমতো অন্যায়!
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (এনসিএল) দ্বিতীয় স্তরের লড়াইয়ে স্বাগতিক সিলেট বিভাগের বিপক্ষে ২০১ করেন নাসির। ৪৯৫ মিনিটের ইনিংসটি খেলেন ৩৪৩ বলে। ২৪টি চারের সঙ্গে ৩টি ছক্কায় সাজান ইনিংস। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে যেকোনো ধরনের ক্রিকেটে তার প্রথম ডাবল সেঞ্চুরি।
এমন সাফল্যের পরও জাতীয় দল নির্বাচকরা তাকে অবহেলা করলে নিশ্চিত নতুন বির্তকের জন্ম হবে। তাছাড়া বাংলাদেশ ক্রিকেট দলে তার মতো একজন ফিনিশারের অভাবটা সবসময়ই চোখে পড়েছে। তার অভাব পুষিয়ে দেয়ার মতো কেউ নেই।
Discussion about this post