জার্মানির কাছে সেমিফাইনালে ১-৭ গোলে হারের সেই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসতে পারল না ব্রাজিল। শনিবার বিশ্বকাপ ফুটবলের তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচেও ভরাডুবি। নেদারল্যান্ডসের কাছে ০-৩ গোলে হেরে বিশ্বকাপ মিশন শেষ হল স্বাগতিকদের। স্বান্তনার এই জয়ে তৃতীয় স্থান পেল ডাচরা।
শনিবার ব্রাসিলিয়ার স্তাদিও নাসিওনালে দলের হয়ে গোল তিনটি করেন রবিন ফন পার্সি, ডালে ব্লিন্ড এবং ভাইনালডাম।
সতীর্থদের এমন বিপর্যয় সাইডবেঞ্চে বসে দেখলেন ইনজুরি আক্রান্ত সুপারস্টার নেইমার।
এবার একাধিক লজ্জাজনক রেকর্ডের মুখোমুখি হতে হয়েছে ব্রাজিলের। বিশ্বকাপে সবচেয়ে বড় হারের অভিজ্ঞতাটা তো আগের ম্যাচেই হল। শরিবারও তেমন অনাকাংখিত রেকর্ড হল। ১৯৪০ সালের পর এবারই প্রথম দেশের মাটিতে টানা দুই ম্যাচে হারল ব্রাজিল।
আবার এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল খাওয়া দলটিও ব্রাজিল! সব মিলিয়ে ১৪টি গোল খেয়েছে তারা। শেষ দুই ম্যাচে ১০ গোল!
ডাচদের বিপক্ষে ম্যাচের তিন মিনিটেই পিছিয়ে পড়ে দল। পেনাল্টি থেকে গোল করেন ফন পার্সি। ডি বক্সে আরিয়েন রবেনকে ফেলে দেন ব্রাজিল অধিনায়ক ডিয়াগো সিলভা। তাতেই পেনাল্টি পায় দল। এরপর ১৭ মিনিটে ব্যবধানটা দ্বিগুন করেন ব্লিন্ড। বিশ্বকাপে এটিই তার প্রথম গোল। শেষদিকে ভাইনালডাম ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি মারেন (৩-০)।
তাতেই চতুর্থ হয়ে বিশ্বকাপ শেষ করল ৬ষ্ট বিশ্বকাপের স্বপ্নে বিভোর থাকা ব্রাজিল। তাইতো ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক থিয়াগো সিলভা।
Discussion about this post