দুই ম্যাচেই একপেশে জয় তুলে নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে টাইগারদের যাত্রা এখানেই শেষ নয়। সামনে রয়েছে আরও বড় লক্ষ্য-সিরিজ ৩-০ ব্যবধানে শেষ করা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা ৬টায় শুরু হবে তৃতীয় ও শেষ ম্যাচ।
প্রথম ম্যাচে তাসকিন আহমেদের দুর্দান্ত স্পেল (৪ উইকেট) এবং লিটন দাসের হাফসেঞ্চুরি এনে দেয় বড় জয়। দ্বিতীয় ম্যাচে নিয়ন্ত্রণ নেন স্পিনার নাসুম আহমেদ (৩ উইকেট), ব্যাট হাতে সাফল্য পান ওপেনার তানজিদ হাসান ফিফটি করে। দুই ম্যাচেই বোলারদের দাপটে প্রতিপক্ষকে ছোট সংগ্রহে বেঁধে রাখায় ব্যাটসম্যানরা সহজে লক্ষ্য পূরণ করেন।
বাংলাদেশের জন্য এই সিরিজ জয়ের মূল্য শুধু পরিসংখ্যানেই নয়, আসন্ন এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস বাড়াতেও। অধিনায়ক লিটন দাস মনে করেন, পরিকল্পনা মতো বোলাররা পারফর্ম করায় জয় এসেছে, যা সামনে বড় মঞ্চে দলের জন্য প্রেরণা হয়ে কাজ করবে।
তৃতীয় ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন লিটন। টিম ম্যানেজমেন্ট চাইছে যত বেশি খেলোয়াড়কে ম্যাচ অনুশীলনের সুযোগ দেওয়া যায়। অন্যদিকে সিরিজ ইতোমধ্যেই হারলেও সফর শেষটা অন্তত জয়ে রাঙাতে চাইবে ডাচরা। সব মিলিয়ে জমে উঠতে পারে এশিয়া কাপের আগে টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচ!
Discussion about this post