ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে ভুল শুধরে নিয়ে নির্বাচকরা দলে ডাকলেন পারভেজ হোসেন ইমনকে। পাকিস্তান সিরিজের দলে সাইফ হাসানকে নেওয়াটা যে ভুল ছিল, সেটা অবশেষে বুঝতে পারল। সিরিজের তৃতীয় ম্যাচের দলে ডাক পেলেন বাঁহাতি পারভেজ। একইসঙ্গে মুস্তাফিজুর রহমানের চোট শঙ্কায় দলে ডাক পেলেন পেসার কামরুল ইসলাম রাব্বি।
সোমবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে মিরপুরে মাঠে নামবে বাংলাদেশ দল। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে বিপাকে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
সিরিজের প্রথম ম্যাচে ১ রান করেন সাইফ। এরপর দ্বিতীয় ম্যাচে আউট প্রথম বলেই। দুই ম্যাচেই হতাশ করেন আরেক ওপেনার আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। এ কারণেই ওপেনার হিসেবে দলে ডাক পেলেন গত যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য পারভেজ ইমন। ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম টি-টুয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ইমনের। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ৪২ বলে তিনি সেঞ্চুরি করেন।
সব মিলিয়ে ১৯ বছর বয়সী এ ব্যাটসম্যান ২৪ ম্যাচে ২৪.৪৭ গড়ে করে ৫৬৩ রান। এক সেঞ্চুরির সঙ্গে ফিফটি দুটি।
এদিকে দ্বিতীয় টি-টুয়েন্টিতে নিজের তৃতীয় ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়েন মুস্তাফিজু। শরীরের এক পাশে ব্যথা অনুভব করছেন তিনি। ম্যাচের আগে এই পেসারের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। তার জায়গায় বিকল্প ভাবনা থেকে দলে এসেছেন কামরুল। ৭টি টেস্ট খেললেও টি-টোয়েন্টি অভিষেক হয়নি তার। তবে ঘরোয়া টি-টুয়েন্টিতে ৬৮ ম্যাচে ২১.২৭ গড়ে নিয়েছেন ৮০ উইকেট।
বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রব্বি, শহীদুল ইসলাম, আকবর আলী, পারভেজ হোসেন ইমন ও কামরুল ইসলাম রাব্বি।
Discussion about this post