লন্ডন থেকে কার্ডিফে পৌঁছতে বেশ বেগ হতে হল বাংলাদেশ ক্রিকেট দলকে। ট্রাফিক জ্যামের অভিজ্ঞতাটাও হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়ে। অবশ্য ঢাকা কিংবা চট্টগ্রামে এমন অভিজ্ঞতা হরহামেশাই হতে হয় তামিম-মাশরাফিদের। তারপরও ক্লান্তি ছুঁয়ে গেল টাইগার ক্রিকেটারদের। কার্ডিফে পৌঁছতে বাংলাদেশ ক্রিকেট দলের লাগল ৫ ঘণ্টা। অথচ সড়ক পথে এই যাত্রা মাত্র ৩ ঘণ্টার।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় লন্ডন থেকে বাসে করে কার্ডিফের উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ দল। কার্ডিফে এসে পৌঁছায় স্থানীয় সময় চারটায়। মানে রাত ৯টার পর।
এ কারণে অনুশীলন করা হয়নি। তবে বুধবার ঘাম ঝরানো অনুশীলন করছেন ক্রিকেটাররা। ৯ জুন এই কার্ডিফেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে উঠার সম্ভাবনা থাকছে টাইগারদের।
কার্ডিফের এই সোফিয়া গার্ডেনের অনেক সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। সেমিতে যেতে হলে শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে আর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে জিততে হবে ইংল্যান্ডকে। তাতে পয়েন্ট দাঁড়াবে, ইংল্যান্ড-৬, বাংলাদেশ -৩, অস্ট্রেলিয়া- ২ ও নিউজিল্যান্ড -১।
আর নিউজিল্যান্ডের কাছে যদি ইংলিশরা হেরে যায়, তবে অস্ট্রেলিয়ার কাছেও ইংল্যান্ডকে হারতে হবে। তার মানে ইংল্যান্ডকে হারতে হবে দুই ম্যাচেই। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। তখন পয়েন্ট দাঁড়াবে, অস্ট্রেলিয়া -৪, বাংলাদেশ -৩, নিউজিল্যান্ড-৩, ইংল্যান্ড -২। এ ক্ষেত্রে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের যে রান রেটে এগিয়ে থাকবে, তারাই যাবে সেমিতে।
Discussion about this post