কন্যার চিকিৎসা করাতে ছুটি নিয়েছিলেন তিনি। সেই ছুটি শেষে সতীর্থদের সঙ্গে অনুশীলন যোগ দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। মিরপুর একাডেমিতে সতীর্থরা অনেকেই তাকে ‘কোচ’ নামে ডাকলেন। অবশ্য মাশরাফি এনিয়ে ভাবছেন না। তার চোখ শুধু আসন্ন ত্রিদেশীয় সিরিজের ট্রফি।
মঙ্গলবার অনুশীলনে মাশরাফিকেকে সতীর্থরা ডাকলেন ‘কোচ’ কেমন আছেন? আবার কেউ অনেকটা মজার করে বললেন, আপনি বোলিং না ব্যাটিং কোচ? ঐ সম্বোধনটা অবশ্য মাশরাফি ফিরিয়ে দিয়েছিলেন স্বভাসুলভ মজাতেই। তবে মুল সুরটি কিছুতেই ভুললেন না টাইগার ওয়ানডে অধিনায়ক। তিনি চান কোচ বিহীন দলকে ত্রিদেশিয় সিরিজের শিরোপা জেতাতে। বলেন, ‘অবশ্যই জেতার পরিকল্পনা থাকবে। ত্রিদেশীয় সিরিজটি গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর সবাই হতাশ। বাজে সময় আসতেই পারে। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা মাথায় না রেখে খেলা। সেদিকেই মন দেওয়া উচিত আমাদের। আমরা যদি এটা জিততে পারি, তাহলে পরিস্থিতির মোড় ঘুরে যেতে পারে।’
দক্ষিণ আফ্রিকা সিরিজ এবার ভুলতে চান মাশরাফি। জানান, ‘ঐ সিরিজের প্রভাব কোনোভাবেই পড়বে না ঘরের মাঠে। আমার মনে হয় না কঠিন কিছু হবে। বিশেষ করে ওয়ানডেতে। একটা সিরিজ দিয়ে সব কিছু বিবেচনা করা যায় না। আমাদের মূল কাজ হবে ঠিকঠাক কাজগুলো করা। দেশে ও বাইরের সিরিজের মধ্যে আকাশপাতাল ব্যবধান থাকে। ঘরের মাঠের সিরিজ আমরা জিততে চাই।’
১৫ জানুয়ারি মিরপুরের শেরেবাংলায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের অন্য দল শ্রীলঙ্কা।
Discussion about this post