ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আফগানিস্তানের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচের স্কোয়াড ঠিক করে সোমবার ক্রিকেট পরিচালনা বিভাগে জমা দিয়ে দিয়েছেন নির্বাচকরা। এদিনই আবার হাবিবুল বাশার সুমনের কাছে প্রশ্ন ছুঁড়ে গেল কবে হবে টাইগারদের টেস্ট স্কোয়াড ঘোষণা। যদিও সঠিক কোন দিনক্ষণ জানাতে পারেননি তিনি। তবে বলেছেন আরও তিন-চার দিন অপেক্ষা করতে হবে।
তরুণ-অভিজ্ঞের মিশেলটা কেমন হবে আফগানদের বিপক্ষে কেমন হবে, সেটি বুঝতেই নির্বাচকেরা নাকি একটু সময় নিচ্ছেন। যেমন ওপেনিংয়ে তামিম ইকবাল নেই। তার জায়গা কে আসবেন বা কারা নতুন উদ্বোধনী বনে যাবেন? গত বছর দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চমক হিসেবে এসেছিলেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। এবারও সাদমান যদি থাকেন, তার সঙ্গী হবেন কে? এ ব্যাপারে হাবিবুল বাশার বলেন, ‘সে (সাদমান) কয়েকটি সিরিজ দলের সঙ্গে আছে, খারাপ কিন্তু করেনি। এখনো সে তরুণ। মাত্র শুরু করেছে এত অভিজ্ঞ নয়, যেহেতু তামিম সঙ্গে ছিল ওর ওপর চাপ এতটা ছিল না। ওকে দিয়ে একেবারে নতুন করে শুরু করব কি না সে চিন্তা আছে। আবার হয়তো পুরোনো কাউকে নিলাম যেন একজন তরুণের সঙ্গে অভিজ্ঞ কেউ থাকল। এসব বিষয় নিয়েই আমরা চিন্তা করছি। এ কারণে স্কোয়াড ঘোষণা করতে একটু দেরি হচ্ছে আমাদের।’
ঘরের মাঠে খেলা বলেই দল ঘোষণা নিয়ে খু্ব একটা তাড়াহুড়ো নেই নির্বাচকদের মধ্যে। তবে তারা আগামী ৩০ আগস্টের মধ্যেই কে কে থাকছেন টেস্ট দলে জানিয়ে দিতে পারেন। এবার টেস্ট স্কোয়াড হতে পারে ১৪ জনের। কে কে সুযোগ পেতে পারেন, সেটি স্পষ্ট করে না বললেও কয়েকজন তরুণ ক্রিকেটারকে নিয়ে হাবিবুল পর্যবেক্ষণটা হচ্ছে, ‘কিছু খেলোয়াড়ের ওপর সব সময় চোখ তো থাকেই। (নাজমুল হোসেন) শান্তকে আমাদের পরবর্তী সম্ভাবনা হিসেবে চিন্তা করেছিলাম। সে খেলেছেও অনেক জায়গায় কিন্তু প্রত্যাশা মতো ভালো করতে পারেনি। সবশেষ সিরিজে (ইমার্জিং ওয়ানডে) ভালো খেলেছে এবং ভারতেও বেশ ভালো খেলেছে। আফিফও ভালো খেলেছে। সিরিজের ফলাফল আমাদের পক্ষে না এলেও ভালো খেলেছে। কিছু খেলোয়াড় আমাদের সন্তুষ্ট করেছে। আবার সব সময় কিছু খেলোয়াড়ের কাছ থেকে যে আশা থাকে সেটা আমরা পাই না। এই সিরিজগুলো আমাদের ভবিষ্যতের খেলোয়াড়েরা কে কোথায় দাঁড়িয়ে আছে, সেটা দেখার সুযোগ করে দেয়।’
Discussion about this post