সুখবর মিলল। প্রথমবারেরমত আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। পেছনে ফেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। মঙ্গলবার প্রকাশিত আইসিসি টেস্ট র্যাংকিংয়ে দেখা গেছে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫। টাইগারদের চেয়ে ক্যারিবিয়রা পিছিয়ে ৮ পয়েন্ট। তাদের পয়েন্ট ৬৭। ২০১৭-১৮ মৌসুমে খেলা টেস্টগুলোর ভিত্তিতে রেটিং পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। ২০১৭-১৮ মৌসুমই নয়, বার্ষিক র্যাংকিং হালনাগাদ করার সময় আগের দুই মৌসুমের ৫০ ভাগ করে পয়েন্ট যোগ করা হয়েছে।
৩ এপ্রিল পর্যন্ত ফলাফলের ভিত্তিতেই করা হয়েছে নতুন র্যাংকিং। এখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৪টি। উল্টো পিঠে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট কমেছে ৫। জিম্বাবুয়ের ১ পয়েন্ট বাড়লেও তাদের মোট পয়েন্ট ২। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের ব্যবধান ৬৫। তারা আছে ১০ নম্বরে।
টেস্ট র্যাংকিংয়ের এবারো ভারত রয়েছে শীর্ষে। তাদের পয়েন্ট বেড়েছে ৪টি। ১২৫ পয়েন্ট এখন বিরাট কোহলিদের পাশে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে ভারতীয়রা। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১২।
র্যাঙ্কিংয়ের আছে পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে মাত্র ১১ রেটিং পয়েন্ট ব্যবধানে এগিয়ে তারা। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে। প্রোটিয়াদের পয়েন্ট ১১২। তাদের রেটিং পয়েন্ট কমেছে ৫। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট বেড়েছে ৪টি। অজিদের মোট পয়েন্ট ১০৬।
নিউজিল্যান্ডের পয়েন্ট আগের মতোই ১০২। র্যাঙ্কিংয়ের পাঁচে ও ছয়ে থাকা দুটি দল যথাক্রমে ইংল্যান্ড (৯৮ রেটিং পয়েন্ট) ও শ্রীলঙ্কা (৯৪ রেটিং পয়েন্ট)।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে থাকা ভারত পাচ্ছে ১০ লাখ ডলার পুরস্কার। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ৫ লাখ ডলার পুরস্কার। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়া অার নিউজিল্যান্ড পাচ্ছে ২ লাখ ডলার করে অর্থ পুরস্কার। বাকিরা কত পাচ্ছেতা জানায়নি আন্তর্জাতিক ক্রিকেটের সর্বাোচ্চ সংস্থা আইসিসি।
Discussion about this post