ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফিক্সিংয়ে না জড়িয়েও সাকিব আল হাসান অপরাধ করেছিলেন জুয়াড়িদের দেয়া প্রস্তাব গোপান করায়। যে কারণে এ তারকা এক বছর নিষিদ্ধ হয়েছেন। তাই গত সপ্তাহে প্রকাশিত ওয়ানডে ও টি–টোয়েন্টি র্যাংকিং থেকে বাদ পড়েছিলেন তিনি। এবার তার প্রভাব পড়ল টেস্ট র্যাংকিংয়েও। রবিবার প্রকাশিত সাদা পোশোকের এ ফরম্যাটের র্যাংকিংয়ে তার নাম বাদ দিয়েছে আইসিসি। তার জায়গা নিয়েছেন স্টোকস।
শনিবারই শেষ হয়েছে বাংলাদেশের ইন্দোর টেস্ট। রবিবার তাই নতুন করে টেস্ট র্যাংকিং প্রকাশ করল আইসিসি। এরপরই জানা যায় সাকিব ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্ট র্যাংকিং থেকে বাদ পড়েছেন। তবে মুশফিকুর রহিম পাঁচ ধাপ এগিয়ে ব্যাটিং র্যাংকিংয়ে ৩০-এ এসেছেন। ৬ ধাপ এগিয়েছেন লিটন। আর বোলিং র্যাংকিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন আবু জায়েদ। এখন বিশ্বের ৬২তম বোলার এই ডান হাতি পেসার।
আগের মতই টেস্ট বোলারদের র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। এদিকে ব্যাটিং র্যাংকিংয়ে ৯৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন স্টিভেন স্মিথ। বিরাট কোহলির ৯১২ পয়েন্ট নিয়ে রয়েছেন দুইয়ে। আর অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
Discussion about this post