ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় আচমকা টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মুমিনুল হক। যা তিনি আশা করেননি কোনদিন। তবে ব্যাপারটিকে এখন তিনি উপভোগ করছেন। বৃহস্পতিবার প্রথমবার সাদা পোশাকে মাঠের ক্রিকেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া নিয়ে রোমাঞ্চিত তিনি।
বৃহস্পতিবার ইন্দোরে হলকার স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সকাল ১০টায় প্রথম টেস্টে লড়বে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়শিপে অভিষেক হবে দলের। দেশের নতুন অধিনায়ক হিসেবে অভিষেক হবে মুমিনুলের। যে দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত বাঁহাতি এই ব্যাটসম্যান, ‘এটা আমার জন্য অনেক রোমাঞ্চকর। খুব বড় একটা সুযোগ। এই সুযোগ হয়তো সবাই পায় না। সুযোগটা আমি খুব ভালোভাবে কাজে লাগাতে চাই।’
মুমিনুল কি পারবেন নেতৃত্বে চাপ নিতে? এমন প্রশ্নের জবাবটা বুধবার এ বাঁহাতি দিয়েছেন নিজের স্টাইলেই, ‘যখন নেতৃত্ব পেয়েছি তখন থেকে চাপের এই ব্যাপারটা কখনও অনুভব করিনি। অধিনায়কত্ব পাওয়ার আগে যেভাবে একজন ব্যাটসম্যান হিসেবে খেলছিলাম এখনও সেভাবে ব্যাটসম্যান হিসেবেই খেলব। নেতৃত্বে থাকায় আপনার ক্রিকেট নিয়ে জ্ঞানটা একটু বাড়ে, দায়িত্বও বাড়ে। আমার মনে হয়, এখন আমার পারফরম্যান্সের উন্নতি হবে, ব্যাটিং আরেকটু ভালো হবে।’
টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর। তাদের উপস্থিতি কাজটা সহজ করে দিয়েছে বলে জানিয়েছেন মুমিনুল, ‘এটা আমার জন্য ভালো ব্যাপার যে, যাদের কথা বললেন তারা সবসময় আমাকে সহায়তা করে আসছেন। সিনিয়র দুই জনের সাহায্য পাওয়াটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
Discussion about this post