ব্যর্থতার বৃত্তে বন্ধী হয়ে ছিলেন তিনি। তার সর্বশেষ ৯টি টেস্ট ইনিংস এমন- ৪৬, ১৯, ৪, ২৯, ৪২, ২, ১৯, ১ এবং ২। তাইতো তাকে নিয়ে সমালোচনার অন্ত ছিল না। নাসির হোসেন কেন টেস্ট দলে এটাই ছিল সবার প্রশ্ন। অবশেষে বাদ পড়লেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে অন্তত তাকে দেখা যাচ্ছে না।
সেই ২০১১ সালে টেস্ট অভিষেকের পর এই প্রথম দল থেকে বাদ পড়লেন নাসির।
আগামী ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর কলকাতায় হবে আচার্য্য মেমোরিয়াল ট্রফি। সেই টুর্নামেন্টে বিসিবি একাদশে আছেন নাসির। তাতেই নিশ্চিত হয়ে যায় তার বাদ পড়া। কেননা, ১ম টেস্ট শুরু হবে ২৫ অক্টোবর। ইডেন গার্ডেনসের দেড়শ’ বছর পূর্তিতে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট।
শনিবার তারই ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি। এনামুল হকের নেতৃত্বে সেই টুর্নামেন্টে খেলবে দল।
বিসিবি একাদশ: এনামুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, সৌম্য সরকার, নাসির হোসেন, নাঈম ইসলাম (সহ-অধিনায়ক), নুরুল হাসান, আরাফাত সানি, ইলিয়াস সানি, মোহাম্মদ শহীদ, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ এবং মুক্তার আলী।
Discussion about this post