ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্রাম শেষে মুশফিকুর রহিম যে দলে ফিরবেন সেটা নিশ্চিত ছিল আগেই। ইনজুরি কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে সেই চেনা মুশির দেখা মিলল, তার পথ ধরেই ফের টেস্ট দলে তিনি। মাঝে পাকিস্তান সফর থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। এরপরই গুঞ্জন ছিল-যোগ্যতার প্রমাণ দিয়েই নাকি ফিরতে হবে দলে। তিনি প্রস্তুত।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে মুশফিক ছাড়াও ডাক পেলেন তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।
রোববার ঘোষিত হলো ১৬ সদস্যদের দল। যেখানে নতুন মুখ হাসান মাহমুদ ও ইয়াসির আলি রাব্বি। অনুমিতভাবেই বিশ্রাম পেলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
একইসঙ্গে টেস্ট দল থেকে বাদ পড়লেন রুবেল হোসেন ও আল আমিন হোসেন। বিয়ে নিয়ে ব্যস্ততার জন্য ছুটি চেয়েছেন সৌম্য সরকার। সংগত কারণেই তিনি নেই এই সিরিজে।
মুমিনুল হকই থাকছেন অধিনায়কভ। যদিও অধিনায়কত্ব ক্যারিয়ারের প্রথম তিন টেস্টের তিনটিতেই ইনিংস ব্যবধানে হেরেছেন তিনি। ব্যাট হাতেও ছন্দে নেই মুমিনুল।
মিরপুরে শেেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। সর্বশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল। দুই টেস্টের সেই সিরিজ ড্র হয় ১-১ ম্যাচে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের বাংলাদেশ দল-
তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলি চৌধুরী।
Discussion about this post