ক্যারিয়ারের সেরা সময়টা নিষিদ্ধ ছিলেন তিনি। স্পট ফিক্সিং অধ্যায়টাও অবশ্য এখন অতীত। ফের খেলায় ফিরেছেন মোহাম্মদ আমির। তবে এরই মধ্যে ক্যারিয়ারটাকে দীর্ঘ করতে চাইছেন তিনি। এজন্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবে। ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনেই নিজেকে ব্যস্ত রাখতে চাইছেন পাকিস্তানি এ পেস বোলার। কোচ মিকি আর্থারের সঙ্গেও কথা বলেছেন। বয়সটা যেহেতু ২৫ এজন্য টেস্ট থেকে পুরোপুরি অবসর নয়, স্বল্প সময়ের জন্য সরে যেতে বললেন কোচ।
নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন পাকিস্তানি এই পেসার। তারও আগে খেলেন ১৪ টেস্ট। আর ফিরে পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট খেলেছেন আমির।
টেস্টকে গুডবাই জানানো নিয়ে আমির বলেন, ‘যদি ফিরে দেখেন তবে বুঝতে পারবেন আমি মূল্যবান ৫টি বছর হারিয়েছি। আমি ওই সময়টা খেলতে পারলে আমার টেস্টের সংখ্যা হতে পারত ৭০-৮০টি। আমি সেই ক্ষতি ও হারানো সময় ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু আমার ক্যারিয়ার দীর্ঘস্থায়ী করতে কাজের চাপ কমাতে পারবো। আসলে প্রতিটি দিন শেষে আমার বয়স বাড়ছেই। এ অবস্থায় আমার ভক্তরা চায় আমি খেলা চালিয়ে যাই। তবে বাস্তবতা হল আমি একজন মানুষ। এখন অব্দি ৩০টি টেস্ট খেলেছি। ৫০ টেস্টের পর টেস্ট খেলা ছাড়তে পারি।’
২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন পাকিস্তানের এই পেস বোলার।
Discussion about this post