ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একজন স্পিনারের আক্ষেপ সঙ্গী সেই টেস্ট অভিষেকের পর থেকেই। কিছুতেই গত ২০ বছরে সাদা পোশাকে ক্রিকেটে দল পাচ্ছে না নিয়মিত একজন লেগি। ঠিক এমনই আক্ষেপ মুছে দিতে যেন গত সেপ্টেম্বর থেকে যোগ হলেন আমিনুল ইসলাম বিপ্লব। যদিও এরপর থেকে ২০ বছর বয়সী লেগ স্পিনারের থাকছেন শুধু রঙিন পোশাকের ক্রিকেটে। এবার আমিনুল নিজেও জায়গা করে নিতে চান টেস্ট দলে।
গত বছরের শেষ দিকে অভিষেক। এরপর ৭ টি-টুয়েন্টিতে শিকার ১০ উইকেট। সেই সাফল্যের পথ ধরে অবশ্য টেস্ট দলে সুযোগ পাননি। সামনে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে যে জায়গা হবেনা সেটাও জানেন আমিনুল। তবে নিজেকে সাদা পোশাকের ক্রিকেটের জন্য প্রস্তুত করতে লড়ে যেতে চান।
করোনাভাইরাসের ধাক্কা সামলে অনুশীলন করে যাচ্ছেন আমিনুল। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শেষে আমিনুল জানাচ্ছিলেন, ‘লেগ স্পিন দিয়েই অনুশীলন শুরু করেছি। ধীরে ধীরে গুগলি, ফ্লিপার এগুলো নিয়ে কাজ করেছি। ব্যাটসম্যান ছাড়া বোলিং করলে নিজের ব্যাপারে জানা যায় না। সামনে একজন ব্যাটসম্যান থাকলে, তাদের বিপক্ষে বল করলে নিজের শক্তি বা দুর্বলতার জায়গাটা বোঝা যায়। ব্যাটসম্যানদের বোলিং করতে পেরে ভালো তাই লাগছে। প্রথম দিকে মানিয়ে নিতে সবারই কষ্ট হয়েছে। ধীরে ধীরে যখন কদিন অনুশীলন করেছি, স্বাচ্ছন্দ্যবোধ করছি সবাই।’
মোট ৫ দিনের বিরতি শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফের ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়েছে বুধবার থেকে। সেখানেই জানালেন নতুন অস্ত্র নিয়ে কাজ করছেন আমিনুল।
এভাবেই একটা সময় ৫০ ওভারের ক্রিকেট ও টেস্টে জায়গা করে নিতে চান। বলেন, ‘দেখুন আল্টিমেটলি প্রত্যেক ক্রিকেটারেরই একটা লক্ষ্য থাকে লাল বলের ক্রিকেট খেলার জন্য। আমারও সেটা আছে, যদি কখনো সুযোগ হয় নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব আমি।’
Discussion about this post