ক্যারিয়ারের শুরুতেই নজর কেড়ে নিয়েছেন তিনি। এশিয়া কাপ থেকেই শুরু তার ব্যাটিং ম্যাজিক। এরপর টি-টুয়েন্টি বিশ্বকাপেও ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা। যতোই দিন যাচ্ছে হয়ে এনামুল হক উঠেছেন নির্ভরতার প্রতীক।
আফগানিস্তান-নেপাল দুই দলের বিপক্ষেই কথা বলেছে তার ব্যাট। এই ছন্দ ধরে রেখেই এগিয়ে যেতে চান এনামুল। বুধবার যেমনটা বলছিলেন তিনি, ‘প্রতিদিনই আমি ব্যাটিংয়ে কিছু উন্নতি করার চেষ্টা করেছি। ছোটখাটো টেকনিক্যাল কিছু কাজ করার চেষ্টা করেছি। এসব কিছু কাজে লাগছে। আশা করছি নিজেকে আরো পরিনত করতে পারবো।’ তিন টেস্ট খেলে এনামুলের রান ৬৪। ১৬ ওয়ানডে খেলে করেছেন ৫৩২ রান।
নিজের ফর্ম নিয়ে এনামুল বলছিলেন, ‘আমি প্রতিটি ফরম্যাটে চেষ্টা করি একটু সময় নিয়ে ব্যাটিং করতে। তাড়াহুড়ো ভাল লাগে না। আশা করছি নিজের এই কৌশলে আমি সফল হবো।’ এনামুল জানালেন ২০ ওভারের ক্রিকেট বেশ উপভোগ করেন তিনি। বলছিলেন, ‘টি-টুয়েন্টি তিন ঘণ্টার খেলা। এমন ম্যাচ যত বেশি খেলব তত উন্নতি করার সুযোগ থাকে।’ তবে টেস্ট ক্রিকেটই বেশি পছন্দ ২১ বছর বয়সী এনামুলের। জানালেন, ‘সত্যি বলতে কী টেস্টেই সবচেয়ে উপভোগ করি। হয়তো টেস্টে পারফর্ম করতে পারিনি কিন্তু এটাই সবচেয়ে বেশি উপভোগ করি আমি। তিন ফরম্যাটেই উন্নতি করতে চাই। হয়ে উঠতে চাই একজন পরিপুর্ন ক্রিকেটার।’
সেই লড়াইয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হংকংয়ের মুখোমুখি হচ্ছেন এনামুল। এই ম্যাচে জয় দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টেন-এ উঠতে চায় বাংলাদেশ।
Discussion about this post