ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট ভেন্যু হিসেবে পথচলা শুরু হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। দেশের অষ্টম টেস্ট ভেন্যু। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেটের পাহাড় ঘেরা এই স্টেডিয়ামের অভিষেক ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। ঐতিহাসিক সেই টেস্টের প্রথম দিনটা অবশ্য ভাল কাটেনি বাংলাদেশের। অস্বস্তি নিয়ে শনিবার দিনটা শেষ করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
সিলেটের অভিষেক টেস্টের প্রথম দিন শেষে শনিবার জিম্বাবুয়ের ৫টি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। আর সফরকারীরা তুলেছে ৯১ ওভারে ২৩৬ রান।
সকালে ঘন্টা বাজিয়ে যাত্রা হয় এই ভেন্যুর। সেখানে টস ভাগ্য কথা বলেনি বাংলাদেশের হয়ে। জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসকাদজা স্বাগতিকদের ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান টাইগারদের। দিনভর জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা স্পিন সামলেছেন সফরকারীরা। ম্যাচে এক পেসার নিয়ে খেলেছে স্বাগতিকরা।
সিলেট টেস্টে স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণি বলে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। যদিও এটা ছিল ব্রায়ান চারির উপহার। প্রথম ১০ ওভার নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছিলেন চারি ও হ্যামিল্টন মাসাকাদজা। নতুন বলে শুরু করা তাইজুলকে সোজা ব্যাটে দারুণ দুটি ছক্কাও মারেন মাসাকাদজা। এরপর তাইজুলকে স্লগ করতে গিয়ে উইকেট দিয়ে আসেন। এরপর তাইজুলই এনে দেন দ্বিতীয় উইকেট। ফেরান ব্রেন্ডন টেলরকে (৬)।
এরমধ্যে মাসাকাদজা তুলেন হাফসেঞ্চুরি। লাঞ্চের পর প্রথম ওভারেই তাকে থামান আবু জায়েদ রাহী। তারপর প্রতিরোধ গড়েন শন উইলিয়ামস। অভিষিক্ত নাজমুল অপুর প্রথম উইকেট সিকান্দার রাজা। ১৯ রানে ফিরেন তিনি। পিটার মুরকে নিয়ে উইলিয়ামস পঞ্চম উইকেটে করেন ৭২ রান। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদের বলে ব্যক্তিগত ৮৮ রানে ফিরেন উইলিয়ামস।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯১ ওভারে ২৩৬/৫ (মাসাকাদজা ৫২, চারি ১৩, টেইলর ৬, উইলিয়ামস ৮৮, রাজা ১৯, মুর ৩৭*, চাকাভা ২০*; আবু জায়েদ ১৮-৩-৬১-১, তাইজুল ২৭-৩-৮৬-২, আরিফুল ৪-১-৭-০, মিরাজ ২১-৬-৩৭-০, নাজমুল অপু ১৯-৫-৪২-১, মাহমুদউল্লাহ ২-০-২-১)
Discussion about this post