ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হারারেতে একমাত্র টেস্টে বাংলাদেশ পেয়েছে ২২০ রানের অনায়াস এক জয়। এই সাফল্যের রেশ থাকতেই এবার ওয়ানডে মিশন। ১৬ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। এরপর শেষ দুটি ওয়ানডে হবে ১৮ ও ২০ জুলাই। হারারে স্পোর্টস ক্লাব মাঠে এই লড়াইয়ের আগে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে টাইগারদের।
তিনটি ম্যাচই আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ। এ কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। প্রতি ম্যাচ জিতলেই মিলবে ১০ পয়েন্ট। হারলেই হাতছাড়া ১০ পয়েন্ট।
ওয়ানডে সিরিজের আগে বুধবার জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তারপরই আসল লড়াই। তবে তারও আগে সুখবর- হাঁটুর চোটে তামিম ইকবাল টেস্ট ম্যাচটিতে না খেলতে পারলেও থাকছেন ওয়ানডে সিরিজে। এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন তিনিই। তার আগে গত সোমবার থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি।
নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান ঢাকা থেকে গিয়ে যোগ দিয়েছেন অন্য সতীর্থদের সঙ্গে। তবে ভিসা জটিলতার কারণে রুবেল হোসেন ও যুব বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার শামীম হোসেন এখনো তাদের সঙ্গী হতে পারেন নি।
অবশ্য ওয়ানডে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তারা। এর আগে টেস্ট খেলে মঙ্গলবারই দেশে ফিরে এসেছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও ইয়াসির আলি।
Discussion about this post