ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতীয় দলে যেন চলছে ইনজুরির মিছিল! অস্ট্রেলিয়া সফরে একের পর এক ক্রিকেটার পড়ছেন চোটে। দলটা যেন হাসপাতাল হয়ে উঠছে। কেউ অস্ট্রেলিয়ান বোলারদের বলের আঘাতে, কেউ অনুশীলনে, কেউ আবার অনেকটা কারণ ছাড়াই চোট নিয়েয়ে ছিটকে গেছেন সিরিজ থেকেই! ঠিক এমন সময়ে বীরেন্দ্র শেবাগ জানালেন তিনি খেলতে রাজি ভারতের হয়ে।
না, চমকাবার কিছু নেই। অবসর ভেঙে ফিরছেন না ৪২ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। টুইটারে স্রেফ রসিকতা করেছেন এক সময়ের মারকুটে এই ব্যাটসম্যান।
তবে এটা ঠিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট যেটি শুক্রবার থেকে শুরু ব্রিজবেনে, সেখানে ১১ জন মাঠে নামানোই কঠিন। এ কারণেই শেবাগ রসিকতা করে বলছেন, প্রয়োজন হলে তিনি খেলতে চলে যাবেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় দুটি সেঞ্চুরি হাঁকানো বীরুর টুইট, ‘এত এত ক্রিকেটারের ইনজুরি, একাদশ যদি না হয়, অস্ট্রেলিয়ায় যেতে আমি তৈরি। কোয়ারেন্টিন ব্যাপারটা দেখা যাবে।’
সিরিজ শুরুর আগেই চোট শুরু ভারত শিবিরে। শুরুতে আউট অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। প্রথম টেস্টের পর দল হারায় আরেক অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ছুটিতে আছেন প্রথম টেস্টের পরই। দ্বিতীয় টেস্টের মাঝপথে উমেশ যাদব বিদায় নেন। তৃতীয় টেস্টের আগে চোট পেয়ে সফর শেষ লোকেশ রাহুলের। এবার নেই রবীন্দ্র জাদেজা।
একইসঙ্গে জানা গেল, তলপেটের ব্যাথায় শেষ টেস্টে জাসপ্রিত বুমরাহকে নিয়ে শঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোটে হনুমা বিহারি অনিশ্চিত। যিনি চোট নিয়েই সিডনি টেস্ট ড্রয়ে রেখেছেন উল্লেখযোগ্য। পিঠে ব্যথা রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। আর নেটে ব্যাটিংয়ের সময় আঘাত পেলেন মায়াঙ্ক আগারওয়াল। ব্যথানাশক ট্যাবলেট খেয়ে মাঠে নামতে হচ্ছে চেতেশ্বর পুজারাকে।
এ অবস্থায় অনেকটা জোড়াতালি দিয়ে একাদশ দাঁড় করাতে হচ্ছে ভারতকে। ৪ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। শুক্রবার শুরু শেষ টেস্ট তাই পাচ্ছে ফাইনালের আমেজ।
Discussion about this post