ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন মোহাম্মদ আমির। অথচ বয়স মাত্র ২৭। সামনে ছিল লম্বা সময়।কিন্তু সাদা পোশাকের ক্রিকেটকে গুডবাই বললেন বাঁ-হাতি এই পেসার। তবে পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলে যাবেন তিনি। এইতো সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে ১৭ উইকেট নেন আমির।
আমির এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানের হয়ে ক্রিকেটের সর্বোচ্চ ও ঐহিত্যবাহী সংস্করণে প্রতিনিধিত্ব করা সম্মানের বিষয়। কিন্তু ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি। ওয়ানডে আর টি-টুয়েন্টি নিয়েই ব্যস্ত থাকতে চাই।’
অস্ট্রেলিয়ায় ২০২০ সালে অনুষ্ঠেয় আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়েই তার ভাবনা। বলেন, ‘আগামী বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপসহ দেশের আসন্ন চ্যালেঞ্জে অবদান রাখার লক্ষ্যে শতভাগ ফিট থাকার সর্বোচ্চ চেষ্টা করে যাব। কিন্তু এটাও ঠিক অবসরের সিদ্ধান্ত নেওয়াটা মোটেই সহজ নয়। অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিয়েছি।’
মাত্র ১৭ বছর বয়সেই টেস্টে অভিষেক হয় আমিরের। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৯ সালের জুলাইতে। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর অপরাধে জেলও হয় তার। স্পট-ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা শাস্তি কাটিয়ে ২০১৬ সালের জুলাইতে ফের মাঠে ফিরেন তিনি।
৩৬ টেস্ট খেলে ৩০.৪৭ গড়ে ১৯৯ উইকেট পেয়েছেন আমির।
Discussion about this post