ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অভিষেকের সিদ্ধান্ত নিলেন ফাফ ডু প্লেসি। সাদা পোশাকের অভিজাত ক্রিকেটে ৬৯টি ম্যাচ খেলার পর, বুধবার থামার ঘোষণা দিলেন তিনি। তবে তার ইচ্ছে ছিল এ মাসের শেষ দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার। কিন্তু করোনা মহামারীর কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া শেষ মুহুর্তে প্রোটিয়া সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে হঠাৎ অবসর ঘোষণা করতে হল তাকে।
ব্যাট হাতে গেল পাকিস্তান সফরে তেমন কিছু করতে পারেননি ফাফ ডু প্লেসি। যে কারণে এ তারকা ব্যাটসম্যান পড়েছিলেন সমালোচনার মুখে। সব কিছু বিবেচনা করেই বুধবার হঠাৎ করেন টেস্ট থেকে অবসর নিলেন তিনি। এজন্য বুধবার সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ডু প্লেসি লেখেন, ‘আমার মন খুবই পরিষ্কার। সামনের দিকে নতুন পথে পা ফেলার জন্য এটাই সঠিক সময়।‘
পাকিস্তান সফরে ব্যর্থ হলেও ডু প্লেসি চেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেই টেস্ট ক্রিকেটকে গুডবাই বলবেন। কিন্তু তার আশা পূরণ হয়নি। এ ব্যাপারে বুধবার ডু প্লেসি বলেন, ‘আমি সত্যিই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলাম। এটাই অনুভূত হত যে সম্পূর্ণ বৃত্ত এসে গেছে। আমার মন এবং হৃদয়ের সেই স্পষ্টতা ছিল এবং যদিও শেষের বিষয়টি আমি যেভাবে কল্পনা করেছি তা না হলেও স্পষ্টতা রয়ে গেছে।’
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯টি টেস্ট খেলে ৪০.০২ গড়ে ডু প্লেসি রান করেন ৪১৬৩। তার মধ্যে সেঞ্চুরি ১০টি ও হাফসেঞ্চুরি তিনি করেছেন ২১ টি। সর্বোচ্চ ১৯৯ রানের ইনিংস খেলেছেন এ ডানহাতি ব্যাটসম্যান।
এরআগে ২০১২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ডু প্লেসির। এদিকে ২০১৬ সালে অধিনায়কত্বের দায়িত্ব পান তিনি। পরে ২০২০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে যাওয়ার দায় নিজ কাঁধে নিয়ে অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি।
টেস্ট ছাড়লেও আরও কয়েক বছর প্রোটিয়াদের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন ডু প্লেসি।
Discussion about this post