প্রথম টেস্টে ৭ উইকেটের হার। সিরিজ হার বাঁচাতে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে। শুক্রবার শুরু সেই লড়াই। সুখবর হলো বাংলাদেশের দর্শকরা এই টেস্ট ম্যাচটি দেখতে পাবে টেলিভিশনের পর্দায়। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার জটিলতা কেটেছে।
শুক্রবার সেন্ট লুসিয়ায় শুরু দুই টেস্ট সিরিজের শেষ টেস্ট সহ ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেলটির কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল হওয়ায় দর্শকদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেটা আমলে নিয়েই আমরা বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে সিরিজের প্রথম টেস্ট দুই ডলারের বিনিময়ে আইসিসি টিভিতে দেখেছেন অনেকেই। আর এ অবস্থায় দ্বিতীয় টেস্ট বিনামূল্যে দেখাবে জানিয়েছে আইসিসি। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পাতায় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচ দেখেছেন অনেকেই।
টেস্ট সিরিজ শেষে উইন্ডিজ-বাংলাদেশ দল টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। এই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই দুই দলের তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে।
Discussion about this post